• Uncategorized

    তিস্তার পানি বিপদ সীমার ৪ সে.মি উপরে প্রবাহিত,২৫’শ পরিবার পানিবন্দী

      প্রতিনিধি ২২ জুন ২০২২ , ৬:৫৫:৪১ প্রিন্ট সংস্করণ

    বিদ্যুৎ চন্দ্র বর্মন স্টাফ রিপোর্টার

    গাইবান্ধার সুন্দরগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বর্তমানে সুন্দরগঞ্জ এলাকায় বন্যার পানি বিপদ সীমার ৪ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতোমধ্যেই ২ হাজার ৫’শ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। নিমজ্জিত হয়েছে পাট, আউস, বীজতলা, চীনা বাদামসহ বিভিন্ন সবজি ক্ষেত । এছাড়া উপজেলার তারাপুর, বেলকা, হরিপুর, চন্ডিপুর, শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নের ব্যাপক এলাকা প্লাবিত হয়েছে। গত কয়েক দিনের প্রবল বর্ষন ও উজান থেকে নেমে আসা পানির ঢলে নদ-নদী ও খাল-বিল পানিতে টইটুম্বুর হয়েছে। হু-হু করে বাড়ছে বানের পানি। চরাঞ্চলের নিমজ্জিত ফসলের ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। এদিকে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে উচু এলাকায় ঢুকে পড়ছে ।এপর্যন্ত প্রায় ২ হাজার ৫’শ পরিবারের ৮ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওয়ালিফ মন্ডল জানান, এখন পর্যন্ত ২ হাজার ৫০ পরিবার পানিবন্দী হয়েছে। এরমধ্যে তারাপুর ইউনিয়নের ৩ গ্রামের ১৫০ পরিবার, বেলকা ইউনিয়নের ৪ গ্রামের ৩০০, হরিপুর ইউনিয়নের ৫ গ্রামের ৪০০, শ্রীপুর ইউনিয়নের ২ গ্রামের ২০০, চন্ডিপুর ইউনিয়নের ২ গ্রামের ২০০ ও কাপাসিয়া ইউনিয়নের ৭ গ্রামের ৮০০ পরিবারের ৬ হাজার ১৫০ জন মানুষ পানিবন্দী হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশিদুল কবির জানান, সবমিলে ৮১৫ হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়েছে। এরমধ্যে পাট ৫১০ হেক্টর, আমন বীজতলা ৪০ হেক্টর, আউস ৭০ হেক্টর, শাক-সবজি ৬০ হেক্টর, তিল ৪৫ হেক্টর, মরিচ ৩০ হেক্টর ও চীনা বাদাম ৬০ হেক্টর। জেলা পানি উন্নয়ন বোর্ডের কন্ট্রোল রুম জানায়, তিস্তা নদীর সুন্দরগঞ্জ এলাকায় বন্যার পানি বিপদ সীমার ৪ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ