• Uncategorized

    পটুয়াখালীর লেবুখালীতে বাংলাদেশ সেনা বাহিনী কতৃক দুস্থদের মাঝে ত্রান বিতরন।

      প্রতিনিধি ৬ মে ২০২১ , ১১:৪০:৫২ প্রিন্ট সংস্করণ

    মু,হেলাল আহম্মেদ(রিপন)-পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

    পটুয়াখালীতে বাংলাদেশ সেনাবাহিনী কতৃক স্বাধীনতার সূবর্ন জয়ন্তী উজ্জ্বাপন উপলক্ষে কোভিট-১৯ মহামারি করোনা কালীন সময় ক্ষতিগ্রস্ত হত-দরিদ্র ও দুস্থদের মাঝে পটুয়াখালী জেলার দুমকী উপজেলার লেবুখালী ইউনিয়নে ত্রান বিতরন করা হয়েছে।

    অদ্য ৬ই মে বৃহস্পতিবার ২১ ইং তারিখ বেলা ১১.৩০ মিনিটের সময় শেখ হাসিনা সেনা নিবাস
    অধিনস্থ সূর দপ্তর ৭ আর্টিলারী ব্রিগেডিয়ার সার্বিক ব্যবস্থাপনায় আয়োজনে-৪২ ফিল্ড রেজিমেন্টে আর্টিলারী তত্ত্বাবধানে-এরিয়া সদর দপ্তর এর আয়োজনে ২১ নং পশ্চিম লেবুখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠে ত্রান বিতরন কাজ সম্পূর্ণ হয়।

    উক্ত ত্রান বিতরন কার্যক্রম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমান্ডার ৭ আর্টিলারী ব্রিগেডিয়ার জেনারেল, জিএম সরিফুল ইসলাম এএমডিসিএএফডব্লিউসিপিএএসসিজি। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমান্ডিং অফিসার ৪২ ফিল্ট রেজিমেন্ট আর্টিলারী লেঃকর্নেল মো,মুনির হোসেন,পিবি জিএমইএসসিজি।

    এসময় আরো উপস্থিত ছিলেন দুমকী উপজেলা ভূমি সহকারী আল-ইমরান।দুমকী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো, হারুন-অর-রশিদ হাওলাদার, উপজেলা মহিলা ভাইস,চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন,এবং পাঙ্গাশিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো,আলঙ্গীর সিকদার, দুমকী উপজেলা সহ পটুয়াখালী জেলার প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া এসময় উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ