• Uncategorized

    পটুয়াখালীতে ভূয়া ডাক্তার র‍্যাবের হাতে গ্রেফতার। 

      প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২০ , ৬:০৪:১৭ প্রিন্ট সংস্করণ

    মু,হেলাল আহম্মেদ(রিপন)পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

    র‍্যাব-৮, সিপিসি-১, (পটুয়াখালী ক্যাম্প) ও উপজেলা প্রশাসন, কলাপাড়া, পটুয়াখালী এর যৌথ উদ্যোগে গত ২৪ নভেম্ব ২০ইং তারিখ সকাল আনুমানিক ১২.৩০ ঘটিকার সময় পটুয়াখালী জেলার কলাপাড়া থানার ফেরিঘাট হাসপাতাল রোড এলাকায় অভিযান পরিচালনা করে জননী প্যাথলজী সেন্টার উপযুক্ত সনদবিহীন চিকিৎসা প্রদান করা এবং সনদবিহীন ভুয়া চিকিৎসক দ্বারা চিকিৎসা প্রদান করায় ১.জননী প্যাথলজি সেন্টর হল এর মালিক মোঃ মাহাতাব হোসেন হাওলাদার (৪৫), পিতা মোঃ আমজাদ হাওলাদার, সাং-নাচনা পাড়া , থানা-কলাপাড়া, জেলা-পটুয়াখালীকে ১,০০,০০০/-টাকা, ভুয়া ডাক্তার মোঃ শরীফ জালা (৫২) পিতা-মৃত আবু ইউসুফ সাং-বাদুরডলী সুইচ গেইট থানা-কলাপাড়া, জেলা-পটুয়াখালীকে ০১ বৎসরের বিনাশ্রম কারাদন্ড, ২.পপুলার ডায়াগনস্টিক ল্যাব এর মালিক মোঃ রফিকুল ইসলাম (৪৮), পিতা- মৃত আবুল হোসেন  সাং-নাচনা পাড়া , থানা-কলাপাড়া, জেলা-পটুয়াখালীকে ১,০০,০০০/- টাকা, ভুয়া ডাক্তার মোঃ সঞ্জয় কুমার তালুকদার (৪০) পিতা- মৃত সুনিল কুমার তালুকদার সাং বৈলতলী থানা-গোপালগঞ্জ জেলা-গোপালগঞ্জকে ০১ বৎসরের বিনাশ্রম কারাদন্ড এবং ৩. শিলা ডেন্টাল ক্লিনিক এর মালিক সুবাস চন্দ্র মিত্র (৬০) পিতা- কালী চরন সাং-মদনমোহন বাজার থানা-কলাপাড়া জেলা-পটুয়াখালীকে ৫০ হাজার টাকা  সহ সর্বমোট ২,৫০,০০০/- টাকা জরিমানা করা হয়।

    এ সময় ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, জনাব আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, মেডিক্যাল এন্ড ডেন্টাল আইন ২০১০ এর ২৮(১) এর ৫৭/৫৯/৬০ ধারা মোতাবেক অর্থদন্ড প্রদান করে।

    এবিষয় পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ  রবিউল  ইসলাম জানায়, আমাদের এ  ধরনের  অভিযান  ভবিষ্যতে ও  অব্যহত থাকবে বলে  জানান  তিনি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ