• আইন ও আদালত

    পটুয়াখালীতে ডিজিটাল নিরাপত্তা আইন মামলার এজাহার ভূক্ত পলাতক আসামী র‌্যাব-৮, কর্তৃক গ্রেফতার

      প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২১ , ৬:৩৭:১৭ প্রিন্ট সংস্করণ

    মু,হেলাল আহম্মেদ(রিপন)-পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

    পটুয়াখালীতে র‌্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল ২৭ শে অক্টোবর ২১ইং তারিখে পটুয়াখালী জেলার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করেডিজিটাল নিরাপত্তা আইন মামলার এজাহার ভূক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮।এসময় অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৭:৩৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে,

    পটুয়াখালী জেলার সদর থানাধীন মহিলা আনসার ক্যাম্প এলাকায় (পটুয়াখালীর সদর থানার মামলা নং-৩৫, তারিখ-২৭/১০/২১, ধারা-ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৩/২৪/২৫/২৬/২৯) এর এজাহার ভুক্ত পলাতক আসামী উক্ত স্থানে অবস্থান করছেন। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল লেঃ কমান্ডার মোঃ শহিদুল ইসলাম, (এস), পিসিজিএমএস, বিএন এর নেতৃত্বে আনুমানিক ১৮:১৫ মিনিটের সময়  উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে ঘেরাও পূর্বক ০১ জন ব্যক্তিকে র‍্যাব-৮ গ্রেফতার করেন। 

    গ্রেফতারকৃত আসামীকে র‍্যাবের জিজ্ঞাসাবাদে জানাযায় আসামী মোঃ সাইফুল ইসলাম(১৯), পিতা-মোঃ আব্দুল হামিদ, সাং-পূর্ব সুবিদখালী, ওয়ার্ড-০১নং, থানা-মির্জাগঞ্জ, জেলা-পটুয়াখালী বলে তার স্বীকারোক্তি তিমি জানায়।উক্ত গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে, পটুয়াখালী জেলার সদর থানার (মামলা নং-৩৫, তারিখ-২৭/১০/২১, ধারা-ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৩/২৪/২৫/২৬/২৯) এর এজাহার নামীয় পলাতক আসামী।

    গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার সদর থানার (মামলা নং-৩৫, তারিখ-২৭/১০/২১, ধারা-ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৩/২৪/২৫/২৬/২৯)  মূলে হস্তান্তর করা হয় বলে জানান তারা। এব্যারে পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেঃ কমান্ডার মো,শহিদুল ইসলাম বলেন, প্রতিদিনের ন্যায় আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতে ও অব্যহত থাকবে বলে জানান তিনি। 

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    পটুয়াখালীর মরিচ বুনিয়া ইউঃমেম্বর’র নের্তৃত্বে বর্তমান চেয়ারম্যানের ছেলেকে হত্যার চেষ্টা!(পর্ব-১) মামলা দায়ের প্রস্তুুতি চলছে

    বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় ভাবগাম্ভীর্য পরিবেশে উদযাপন উপলক্ষে স্মৃতি চারণ ও আলোচনা সভা

    (১১/৭/২০২০) ১২৬তম দিন গত ২৪ ঘন্টায় বাংলাদেশের করোনা পরিস্থিতি-নমুনা সংগ্রহঃ১১৪৭৫

    রংপুরের শৈবাল রহমান গিনি “সফল আত্মকর্মী হিসেবে ১ম স্থান অধিকার করে জাতীয় পুরষ্কার পেয়েছেন।

    বিএমএসএফ সেনবাগ উপজেলা শাখা; প্রফেসর ড.মোহাম্মদ আবু নাছের সভাপতি এবং রেজাউল করিম রাজু সাধারণ সম্পাদক

    মাধবপুরে সড়কে প্রাণ গেল ট্রাক চালকের