• Uncategorized

    পটুয়াখালীতে পেনশন বঞ্চিত ১৭ কর্মচারী পেলেন সোয়া এক কোটি টাকার চেক

      প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি ২০২৩ , ১০:২৬:২২ প্রিন্ট সংস্করণ

    মু,হেলাল আহম্মেদ রিপন-পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

    পটুয়াখালী সদর পৌরসভার সাধারণ শাখায় ১৯৯২ সালের পহেলা আগস্ট চাকরিতে যোগদান করেন আব্দুল মজিদ প্যাদা। দীর্ঘ বছর নগরবাসীকে সেবা দিয়ে ২০০১ সালের পহেলা জানুয়ারি অবসরে যান মজিদ। এর মধ্যে জীবনের অনেক চড়াই উৎরাই পেরিয়ে কয়েকবার স্টকের পরে খেয়ে না খেয়ে কোন রকমের বেঁচে আছেন তিনি। অবসরে পরে নিজের কর্মস্থল থেকে আনুতোষিক সম্মানি টুকুও পাননি তিনি। চিকিৎসার অভাবে রোগের বোঝা ঘাড়ে নিয়ে কাটাচ্ছেন জীবন। শেষ বয়সে আনুতোষিক সম্মানি আশা ছেড়ে দিয়ে রোগশোক ও অভাব অনটনে দিন কাটাতে শুরু করেন তিনি।

    পেনশন প্রাপ্তরা হলেন, মৃত্যু মোঃ মনির হোসেন পরিবারের পক্ষে স্ত্রী মাকসুদা আক্তার সাত লাখ চব্বিশ হাজার ৫১৭ টাকা, মৃত্যু জসিম উদ্দিনের পক্ষে স্ত্রী আসমা বেগম দুই লাখ টাকার চেক, মৃত্যু শেখর কুমার বিশ্বাসের পক্ষে কল্পনা রানী বিশ্বাস দশ লাখ টাকার চেক, মৃত্যু এইচএম নজরুল ইসলামের পক্ষে স্ত্রী হামিদা বেগম পনের লক্ষ টাকার চেক, মৃত্যু সজল কুমার দাসের স্ত্রী কৃঞ্চারানীদাস আট লাখ টাকার চেক, মৃত্যু মোঃ জালাল তালুকদারের পক্ষে স্ত্রী রানী বেগম তিন লাখ ৫৭ হাজার ৫৭৯ টাকার চেক৷ আব্দুল মজিদ প্যাদা দশ লাখ টাকার চেক,

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ