• Uncategorized

    নীলফামারীতে নাসিবের আয়োজনে পাটজাত পণ্য উৎপাদন বিষয়ক প্রশিক্ষণের সনদপত্র বিতরণ

      প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২৩ , ১১:৫৫:১৯ প্রিন্ট সংস্করণ

    নীলফামারী প্রতিনিধি

    জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি,বাংলাদেশ (নাসিব) নীলফামারী জেলা ও এসএমই ফাউন্ডেশন এর যৌথ আয়োজনে পাটজাত পণ্য উৎপাদন ও বাজারজাত করণ শীর্ষক ৫ দিনের প্রশিক্ষণে সমাপনীতে সনদপত্র বিতরণ করা হয়।

    নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির হলরুমে ১২ই জানুয়ারী বৃহস্পতিবার বিকালে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি,বাংলাদেশ’ (নাসিব) নীলফামারী জেলা ও এসএমই ফাউন্ডেশন এর যৌথ আয়োজনে পাটজাত পণ্য উৎপাদন ও বাজারজাত করণ শীর্ষক ৫ দিনের প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়।

    উক্ত অনুষ্ঠানে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ(নাসিব) নীলফামারী জেলার সভাপতি আব্দুল মোমিন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রকৌশলী এস এম শফিকুল ইসলাম ডাবলু্। বিশেষ অতিথি ছিলেন বিসিকের জেলা সম্প্রসারণ অফিসার মোঃ মশিউর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আলমগীর হোসেন, ব্র্যাক জেলা সমন্বয়কারী মোঃ আখতারুল ইসলাম, পৌরসভার ১,২,৩ ওয়ার্ডের কাউন্সিলর রত্না রায় প্রমুখ।

    উক্ত প্রশিক্ষণে ৩০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন এবং সমাপনী দিনে সফল ভাবে উত্তীর্ণদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ