• রংপুর বিভাগ

    নীলফামারীতে একবার ব্যবহার্য প্লাস্টিক বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

      প্রতিনিধি ১৯ ফেব্রুয়ারি ২০২৪ , ৮:৪৩:৫৯ প্রিন্ট সংস্করণ

    নীলফামারী প্রতিনিধিঃ

    রবিবার (১৮ ফেব্রুয়ারি ) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের উদ্যোগে সিঙ্গেল ইউজ প্লাস্টিক বা একবার ব্যবহার্য প্লাস্টিকের ব্যবহার বন্ধে অংশীজনের অংশগ্রহণে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক জনাব পঙ্কজ ঘোষ। এছাড়া সভায় অংশীজনদের পাশাপাশি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিরুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মোঃ হাসিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফারুক-আল-মাসুদসহ জেলার সরকারি বিভিন্ন দপ্তর প্রধানগণ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

    উক্ত মতবিনিময় সভায় নীলফামারী জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মন সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহারে পরিবেশের বিভিন্ন ক্ষতিকর দিক তুলে ধরেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে এটির ব্যবহার বন্ধে সকল সরকারি দপ্তরসহ সকলের সহযোগিতা কামনা করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ