• খুলনা বিভাগ

    নড়াইলে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার গ্রেফতার-১

      প্রতিনিধি ১৬ জানুয়ারি ২০২৪ , ৪:৩৫:০৩ প্রিন্ট সংস্করণ

    মো.মাহাফুজুর রহমান-নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলে মাদক ব্যবসায়ের সাথে জড়িত শিহাব মোল্যা (২৫) নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা শাখার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাব্বিরুল আলম। গ্রেফতারকৃত শিহাব মোল্যা (২৫) নড়াইল জেলার সদর থানার ডাংগাসিংগা গ্রামের মো.গফ্ফার মোল্যার ছেলে। গতকাল ১৫ জানুয়ারি রাত ১১টার দিকে নড়াইল সদর থানাধীন হবখালি ইউনিয়নের ডাংগাসিংগা গ্রামের জনৈক জাহাঙ্গীর এর ভাড়াটিয়া গফ্ফার মোল্যার ভাই ভাই ভাতের হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো.ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মো.ফারুক হোসেন,

    এএসআই(নিঃ) আনিসুজ্জামান, এএসআই(নিঃ) মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে শিহাব মোল্যা (২৫) কে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৩০০(তিনশত) গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার (মোহা.মেহেদী হাসানের) নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ