• খুলনা বিভাগ

    নড়াইলে স্থানীয় সরকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

      প্রতিনিধি ১৪ অক্টোবর ২০২৩ , ৪:৫২:৪০ প্রিন্ট সংস্করণ

    মো.মাহাফুজুর রহমান-নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলে স্থানীয় সরকার একাদশ বনাম সাবেক স্থানীয় ফুটবল একাদশের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় অংশগ্রহণকারী দু’দলের খেলোয়াড়দের বয়স ছিল ৫০ এর উর্ধ্বে। খেলাটি দেখতে উপজেলার বিভিন্ন এলাকার অসংখ্য নারী-পুরুষের সমাগম ঘটে। খেলা স্থলে একটি মিলনমেলায় পরিণত হয়। শুক্রবার (১৩ অক্টোবর) ৩টায় নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের আয়োজনে বাগুডাঙ্গা সিএমবি মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

    এ খেলায় স্থানীয় সরকার একাদশের বিপক্ষে ০-১ গোলে স্থানীয় সাবেক ফুটবল একাদশ জয়ী হয়।খেলা শেষে বিজয়ী দলকে একটি জ্যান্ত ঘোড়া উপহার হিসেবে তুলে দেওয়া হয় এবং রানার্সআপ দলকে বিশ ইঞ্চি কাপ উপহার দেওয়া হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনু সাহা, বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্তি রায় দীপন। উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ও মধ্যমনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও নড়াইল জেলা আওয়ামীলীগের সদস্য কাজী সরোয়ার হোসেন।

    এছাড়াও অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মিজানুর রহমান, ঢাকা উত্তর মহানগর তাতীলীগের সভাপতি মোশাররফ হোসেন, নড়াইল জেলা ঢাকাস্থ সমিতির সাধারণ সম্পাদক কাজী মাঈনুল ইসলাম পিপিএ বার, নড়াইল জেলা পরিষদের সদস্য খান শাহীন সাজ্জাদ পলাশ, পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মল্লিক মাহামুদুল হাসান, জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান আয়ূব কাজী, বাঐসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চুন্নু শেখ, খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরকত উল্লাহ, নড়াগাতি থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিয়াউর রহমান, কালিয়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দাশসহ উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ