• রাজশাহী বিভাগ

    নকল মাছের খাদ‍্য ও ঔষুধ তৈরির অফিসে অভিযান বাসা সিলগালা

      প্রতিনিধি ২৫ সেপ্টেম্বর ২০২৩ , ১০:৫৪:৪৭ প্রিন্ট সংস্করণ

    শাকিল হোসেন-স্টাফ রিপোর্টারঃ

    নওগাঁর পত্নীতলায় এক ভাড়া বাসা নিয়ে বিভিন্ন ব‍্যান্ডের নকল মাছের খাদ‍্য, ভেজাল ঔষুধ ও কেমিক্যাল তৈরির অভিযোগে ভোক্তার অভিযান পরিচালনার সময় কোম্পানির মালিক উজ্জল ঘটনার টের পেয়ে পালিয়ে যায়। ভেজাল পণ‍্য তৈরি করা ও মালিককে না পাওয়ায় ওই বাসা সিলগালা করেছে নওগাঁ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার (২৪ সেপেম্বর) দুপুরে জেলার পত্নীতলা উপজেলার জোহা হোমিও হল’র পাশের বাসায় অভিযান চালান ভোক্তা অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক মো: রুবেল আহমেদ।

    তিনি জানান, ওই এলাকার ফিস ক্লিন এগ্রোভেট লিমিটেড প্রতিষ্টান দীর্ঘদিন ধরে ভেজাল মাছের খাদ‍্য ও ঔষধ তেরি করে বাজারজাত করে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই অফিসে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন মাছের খাদ‍্য ও ভেজাল ক‍েমিক‍্যাল পাওয়া যায়। অভিযানে প্রতিষ্ঠানের মালিক উজ্জল হোসেন পালিয়ে যাওয়ায় পরে অফিস সহ বাসাটি সিলগালা করে দেয়া হয় বলেও জানান তিনি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ