• রাজশাহী বিভাগ

    ধামইরহাটে ১৬৭ তম মহান সান্তাল হুল দিবস উপলক্ষে রালি ও আলোচনা সভা

      প্রতিনিধি ৩০ জুন ২০২২ , ১০:০৩:৫২ প্রিন্ট সংস্করণ

    আজ বৃহস্পতিবার (৩০ জুন) নওগাঁর ধামইরহাটে সান্তাল হুল দিবস উপলক্ষে রালি ও আলোচনা সভা উপজেলা অডিটোরিয়াম এ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনাব মিঃ সেবাস্তিয়ান হেমরম পারগানা, ধামইরহাট উপজেলা পারগানা বাইসি নওগাঁ। প্রধান উদ্বোধক জনাব গনপতি রায়, উপজেলা নির্বাহি অফিসার। বিশেষ অতিথি জনাব মোঃ আজাহার আলী, চেয়ারম্যান উপজেলা পরিষদ।

    প্রধান বক্তা অধ্যক্ষ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ ধামইরহাট উপজেলা শাখা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব মোঃ দেলদার হোসেন,সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ ধামইরহাট উপজেলা শাখা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোজাম্মেল হক কাজী অফিসার ইনচার্জ ধামইরহাট থানা,
    জনাব মোঃ সুহেল রানা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ,
    জনাবা সাবিনা এক্কা ভাইস-চেয়ারম্যান উপজেলা পরিষদ, জনাব রামজনম রবিদাস পূজা উদযাপন পরিষদ ধামইরহাট নওগাঁ

    ,জনাব মোঃ ওবায়দুল হক সরকার চেয়ারম্যান ৪নং উমার ইউনিয়ন পরিষদ,মো কাশ্মির আহমেদ,সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রেস ক্লাবসহ বিভিন্ন পিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে বক্তারা সাওতাল বিদ্রোহের নেতা সিধু ও কানু জীবনী নিয়ে আলোচনা করেন।সেই সাথে আরও বলেন সমবেত সাঁওতাল কৃষকরা সেই দিন শোষণহীন সমাজ প্রতিষ্ঠার শপথ নিয়ে ছিলেন। তাদের বিদ্রোহের মূল দাবি ছিল, ‘জমি চাই, মুক্তি চাই’

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ