• Uncategorized

    দারোগার দুলাভাই বলে কথা

      প্রতিনিধি ৫ নভেম্বর ২০২২ , ৩:৩৫:১৯ প্রিন্ট সংস্করণ

    মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    রাজশাহীর তানোরের কলমা ইউনিয়নের (ইউপি) আজিজপুর গোয়ালপাড়া গ্রামে যাতায়াতের রাস্তা জবরদখল ও গাছ কাটার অভিযোগ উঠেছে। খতিয়ান ও নকশায় এখানো সেটি রাস্তা বলে উল্লেখ রযেছে। এ ঘটনায় গত ১৬ অক্টোবর রোববার গ্রামবাসির পক্ষে মুনছুর রহমান বাদি হয়ে আজিজপুর গ্রামের মৃত নুহুর মন্ডলের পুত্র ইসরাইল হোসেনকে বিবাদী করে উপজেলা সহকারী কমিশনারের (ভুমি) কাছে লিখিত অভিযোগ করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ৫ নভেম্বর শনিবার গ্রামবাসির বাধা উপেক্ষা দারোগা শাহিনের দুলাভাই ও আজিজপুর গ্রামের মৃত ছবের মন্ডলের পুত্র ওয়াহেদ আলী জোরপুর্বক ৮ থেকে ১০টি বড় সাইজের তাজা পরিপক্ক ইউক্যালেক্টার গাছ কেটে নিয়েছে। এ সময় গ্রামবাসি বাধা দিতে গেলে তাদের দারোগা শাহিনকে দিয়ে বিভিন্ন ধরণের ভয়ভীতি দেখানো হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি সদস্য বলেন, অনুমতি ব্যতিত পত্তন নেয়া সম্পত্তির গাছ কাটা বা হস্তান্তর করার কোনো সুযোগ নাই। স্থানীয় বাসিন্দা মুনছুর, নুর ইসলাম, সাইন ও ছাইদুর বলেন, তারা প্রায় ২৫টি পরিবার দীর্ঘদিন ধরে আজিজপুর গোয়ালপাড়া গ্রামে বসবাস করছেন। কিন্ত্ত গ্রামের ইসরাইল হোসেন হঠাৎ করে যাতায়াতের রাস্তা নিজের দাবি করে রাস্তা ভেঙ্গে চাষাবাদ শুরু করেছে। এতে য়াতায়াতের সমস্যার পাশাপাশি বিশেষ করে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে তাদের চরম দুর্ভোগ পোহাতে হবে। তারা সরেজমিন তদন্তপুর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। এবিষয়ে জানতে চাইলে ওয়াহেদ আলী বলেন, এসব জমির মালিক তার শ্যালক দারোগা শাহিন, তিনি মাত্র দেখাশোনা করেন। তিনি বলেন, তাদের নামে এসব জমি পত্তন নেয়া আছে, আর রাস্তা দখল বা রাস্তার কোনো গাছ কাটা হয়নি, দারোগা শাহিনের সঙ্গে পরামর্শ করে তিনি তাদের জায়গার গাছ কেটেছেন, গ্রামের কিছু মানুষ অহেতুক তাদের বিরুদ্ধে ভুমি অফিসে অভিযোগ করেছে। এবিষয়ে মুঠোফোনে কল গ্রহণ না করায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাতের কোনো বক্তব নেয়া সম্ভব হয়নি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ