• আইন ও আদালত

    তানোরে ফিল্মি স্টাইলে জমি দখল

      প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২২ , ২:০৫:২৮ প্রিন্ট সংস্করণ

    মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধিঃ

    রাজশাহীর তানোরের পাঁচন্দর ইউনিয়নের(ইউপি) কচুয়া মৌজায় জৈনক ব‍্যক্তির মদদে ফিল্মি স্টাইলে জমি দখলের অভিযোগ উঠেছে। দীর্ঘদিনের দখলীয় জমি হারিয়ে জমির মালিক রীতিমতো দিশেহারা। প্রত্যক্ষদর্শীরা জানান, গত বৃহস্প্রতিবার দেশীয় অস্ত্রে সজ্জিত বহিরাগত একদল লাঠিয়াল বাহিনীর দ্বারা জমিতে সসস্ত্র পাহারা বসিয়ে ফিল্মি স্টাইলে এসব জমি জবরদখল করা হয়েছে। স্থানীয় সুত্রে জানা গেছে, তানোরের পাঁচন্দর ইউপির কচুয়া মৌজায়, দাগ নম্বর ১১১, শ্রেণি ধানী, পরিমান ৩ দশমিক ৩ একর কাতের ২ দশমিক ৩১ একর জমির ক্রয় সুত্রে মালিক কৃষ্ণপুর গ্রামের মৃত মালা বক্সের পুত্র নাসির উদ্দিন মাষ্টার। তারা দীর্ঘদিন ধরে এসব সম্পত্তি শান্তিপুর্ণভাবে ভোগদখল করে আসছেন।

    তার নামে নামজারি ও হাল সালের খাজনা পরিশোধ করা আছে, গ্রামবাসীরা জানান, জৈনক প্রভাবশালী ব‍্যক্তির নেপথ্যে মদদে চাঁপাইনবাবগঞ্জ জেলার ইসলামপুর তেরশিয়া এলাকার জনৈক ডাক্তার ফারুক ও এনাম আলী ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনী দিয়ে এসব জমি জবরদখল ও ধানের চারা রোপণ করেছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। এবিষয়ে জানতে চাইলে এনাম আলী এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের বৈধ কাগজপত্র রয়েছে। এবিষয়ে জানতে চাইলে নাসির উদ্দিন মাস্টার বলেন, ক্রয় সুত্রে জমির মালিক তিনি, তার কাছে সকল কাগজপত্র রয়েছে, তিনি বলেন, জৈনক প্রভাবশালী ব‍্যক্তির মদদে তারা ফিল্মি স্টাইলে জবরদখল করেছেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ