• রংপুর বিভাগ

    ডিমলায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উৎযাপনে প্রস্তুতিসভা

      প্রতিনিধি ১৪ ফেব্রুয়ারি ২০২২ , ২:৪৩:৩৭ প্রিন্ট সংস্করণ

    উজ্জ্বল আহমেদ-নীলফামারী প্রতিনিধি:

    নীলফামারীর ডিমলায় ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উৎযাপন উপলক্ষে ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ১৪ ফেব্রুয়ারি বিকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম , ভাইস চেয়ারম্যান নীরেন্দ্রনাথ নাথ রায়,মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মক্তিযোদ্ধা সামছুল হক,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান,উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি গুলসান আরাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা। সভায় মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি সরকারি ও বেসরকারি এবং সকল শিক্ষাপ্রতিষ্ঠানে যাতে যথাযথ মর্যাদায় পালন করা হয় সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ