• কৃষি

    ঠাকুরগাঁও য়ে আলুর ভালো ফলন ভালো দাম পাচ্ছেনা কৃষক

      প্রতিনিধি ২৮ ফেব্রুয়ারি ২০২২ , ৮:৫০:৫০ প্রিন্ট সংস্করণ

    মোঃইমান আলী-ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

    ঠাকুরগাঁও য়ে আলুর ভালো ফলন হলেও দাম পাচ্ছেনা কৃষক।
    কৃষি অফিসের তথ্যমতে, এ বছর ঠাকুরগাঁওয়ের কৃষকরা আলু চাষ করেন ২৭৬৭৭ হেক্টর জমিতে৬০% কর্তন হয়েছে গড় ফলন২৩.৮৪মেট্রিক টন/হেক্টর মোট উতপাদন হবে৬লক্ষ ৬০হাজার মে.টন। গত বছরের তুলনায় এ বছর আলুর উতপাদন বেশী হয়।যা গত বছরে ছিলো২৪ হাজার ৬৭০ হেক্টর জমিতে।গত বছর আলুর দাম ভালো ছিলো। কিন্তুু এ বছর ভালো নেই। এবছর কোল্ডষ্টোরে কিছু পুরাতন

    আলু থাকায় এবং আলুর উতপাদন বেশি হওয়ায় দামটা কম।ঠাকুরগাঁও সদরের সালান্দর ইউনিয়নের কৃষক মোঃওয়াহেদ আলী সাথে কথা বলে জানা গেছে সে পাইকারী এষ্টারিক্স আলু বিক্রয় করে১১.৫০ টাকা দরে আলু আবাদের খরচ হিসাবে এতে তার লাভ হবেনা। আলুর ব্যাবসায়ীর সাথে কথা বলে জানা যায় ডায়মন্ড আলুর বাজার ১০-১১ টাকা ষ্টিক আলু ১১.৫০টাকা বাজারে দেখা যায় গ্যানোলা ৫-১০টাকা।সামনে রমজান মাস তাই কৃষকরা তারাতারি আলু তুলে ফেলছেন।তবে কিছুদিন পর আলুরদাম বারতে পারে এমনটি আশা করছেন কৃষকরা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ