• Uncategorized

    জ্বলাবদ্ধতা নিরসনে রিং কার্লভার্ট স্থাপন

      প্রতিনিধি ৬ ফেব্রুয়ারি ২০২১ , ২:২৭:২৬ প্রিন্ট সংস্করণ

    পাবনা সুজানগর থানার ভায়না  ইউনিয়নের চলনা গ্রামও আশেপাশের গ্রামের পানির জ্বলাবদ্ধতা নিরসনে রিংকার্লভার্ট স্থাপন কাজের উদ্ভোদন করা হয়েছে।   বর্ষাকালীন সময় অতি বৃষ্টির কারনে চলনা, চরপাড়া, হেমরাজ পুর ও গোপালপুরের কিছু অংশে জ্বলাবদ্ধতা দেখা যায়। এতে অত্র মাঠের ফসল ডুবে নষ্ট হয়ে যায়। অনেক মানুষের ঘরে পানি উঠে যায়। গ্রাম গুলো নিচু হওয়ায় পানিতে তলিয়ে যায় মানুষের  বসবাস করার পরিবেশ থাকে না। এই জ্বলাবদ্ধ পানি নিরসনের  জন্য চলনা সুইজ গেট হতে পন্মা নদীর পাড় পর্যন্ত রিং কার্লভার্ট স্থাপন কাজের উদ্ভোধন করা হয়। জ্বলাবদ্ধতা নিরসনে রিং কার্লভাট স্থাপনের শুভ উদ্বোধন করেন পাবনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আহমেদ ফিরোজ কবির এমপি মহোদয় ও সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ শাহীনুজ্জামান শাহীন। এছাড়া ভায়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আমিন উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ