• গণমাধ্যম

    জনদূর্ভোগ কমাতে ঈদে ঘরমূখো যাত্রীদের জন্য বিশেষ বিমান সার্ভিস চালু করা উচিৎ

      প্রতিনিধি ৭ জুলাই ২০২২ , ৭:১৪:১৭ প্রিন্ট সংস্করণ

    সার্ভিস: ঈদের আগে ও পরের ৩দিন বিশেষ দেশের অভ্যন্তরে এ বিমান সার্ভিস চালু করা যেতে পারে। এতে বাংলাদেশ বিমানসহ পাবলিক বড় বিমান ঢাকা থেকে শুধুমাত্র বিভাগীয় শহরগুলোতে চলাচল করবে।

    সুবিধাসমুহ:
    ১. রাস্তায় যানজট কমবে
    ২. প্রচুর তেল,গ্যাস সাশ্রয় হবে
    ৩. প্রাইভেট ও মাইক্রোসহ ব্যক্তি ব্যবহৃত গাড়ি চালকরা ছুটি পাবেন,পরিবারের সাথে ঈদও করতে পারবে।
    ৪. বাস,ট্টেন ও লঞ্চের সিট ও কেবিনের জন্য যুদ্ধ করতে হবেনা।
    ৫.সড়ক ও নৌ-দূর্ঘটনা হ্রাস পাবে।
    ৬. যাত্রী হয়রাণী হ্রাস পাবে।
    ৭. অফিস-আদালত ছুটির পরই পুরোদমে চালু হবে।

    [ আমার একান্তই ব্যক্তিগত মতামত। রাষ্ট্রীয় গবেষকরা বিষয়টি ভেবে দেথতে পারেন ]

    আহমেদ আবু জাফর
    প্রতিষ্ঠাতা

    চেয়ারম্যান
    ট্রাস্টি বোর্ড
    বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম
    ৭ জুলাই ২০২২।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ