• বিনোদন

    ছোট পর্দায় জনপ্রিয় হয়ে উঠছে ইমরান হাসো

      প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২১ , ৫:৪০:৫৭ প্রিন্ট সংস্করণ

    শাকিল হোসেন-স্টাফ রিপোর্টার:
    এমরান হোসেন, মিডিয়ায় ডাক নাম ইমরান হাসো।বরেন্দ্র জনপদ নওগাঁ পত্নীতলা উপজেলার শিহাড়া ইউনিয়নের পাড়া গাঁয়ে কাদা মাটিতে বেড়ে ওঠা সেই হাসো এখন সারা দেশেই জনপ্রিয়। দিনে দিনে মন জয় করে হাজার হাজার শ্রোতা ভক্ত ও শুভাকাক্ষির। হাসো আর পত্নীতলার নয় সারাদেশের দর্শকপ্রিয় নন্দিত তারকা। ছোট বেলায় স্বপ্ন ছিল আইনজীবী হবার সময়ের পরিবর্তনে হয়েছেন অভিনেতা ।

    ওপার বাংলার জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো মীরাক্কেল দেখে তার মনের গভীরে অভিনয়ের সপ্ন বীজ বপন করেন । সেই থেকেই ভাবনা যদি সে অভিনয় করতে পারতো ।তাকে যদি টিভির পর্দায় দেখা যেত,সংবাদপত্রে যদি তাকে নিয়ে নিউজ হতো। মিশুক প্রকৃতির হাসো ছোট থেকেই সে এলাকায় ব্যাপক পরিচিত ছিল। সবার সাথেই আবাধ বিচরন এলাকার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়ে কমেডি পারফরম্যান্স করে মানুষ কে হাসাতো। স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে সবসময় কৌতুক এবং অভিনয়ের জন্য পুরষ্কার টা তার জন্য একেবারে বরাদ্দ হয়েই থাকতো । রাজশাহী বিভাগীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় রানার্স আপও হয়েছে তার স্কুলের গ্রুপ নিয়ে। এরপর ২০১৫ সালে বাংলাদেশের একমাত্র কমেডি রিয়েলিট শো হা-শো তে অডিশন এবং সেরা ৪০ জনের মধ্যে একজন হয়। এরপর প্রথম রাউন্ড থেকে বাদ পড়ে যায় ।তখন আসলে অনেক ছোট ছিল। মাত্র স্কুলের গন্ডি পেড়িয়ে কলেজে পা রাখে।

    এরপর কান্না করতে করতে বিএফডিসি থেকে চলে যায়।আর মনে মনে প্রতিজ্ঞা করেএকদিন অভিনেতা হবেই হবে । মলিন মন নিয়ে গ্রামে ফিরে আসে। পড়াশোনা করে কিন্তুু মন পড়ে থাকে টিভির পর্দায়। এরপর ২০১৬ সালে এসএসসি পরীক্ষা শেষ করে ঢাকায় আসে। আর মিডিয়াপাড়ায় উঁকি ঝুঁকি মেড়ে অল্প সল্প সবার সাথে যোগাযোগ করতে থাকে। এখন সে ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ে থিয়েটার এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে অনার্স পড়াশোনা করছ। ২০১৭ সালের শেষের দিকে তার রুপালি পর্দায় অভিষেক। ২০১৮ শেষের দিকে নাটকে ,২০১৯ সালে কাজ শুরু।

    ২০২০ থেকে শুরু হয় তার নাটকের একটানা কাজ। যেন দম ফেলার ফুরসত নেই। হঠাৎ করোনার জন্য থমকে যায় তার কারন কাজ বন্ধ ছিল। এ পর্যন্ত টানা ২ বছরে একের পর এক নাটকে অভিনয় চলছে এভাবে ১০০ তম নাটক মিলন চিশতি পরিচালিত “আদর্শ প্রেমিক” ।

    রুপালী পর্দায় ১৬ টি সিনেমায়
    ওয়েব সিরিজ –২ টি
    ১নেটওয়ার্ক -সৈকত নাসির
    ২মাফিয়া–শাহীন সুমন
    টিভিসি–১ টি।
    ১কোকোলা টি টাইম বিস্কুট —
    কাজী ইলিয়াস কল্লোল
    ওভিসি–১টি। বাংলালিংক এর–বুলবুল বিশ্বাস

    এ পর্যন্ত যেসব নাটকে তাকে দেখা গেছে এবং পরিচালক ছিলেন যারা
    ১—বকুলপুর–কায়সার আহমেদ
    ২–চাঁন বিরিয়ানি –কায়সার আহমেদ
    ৩–গোলমাল–কায়সার আহমেদ ও আল হাজেন
    ৪–জলকুমারী–নিয়াজ মাহবুব
    ৫–কঙ্কাল –নিয়াজ মাহবুব
    ৬–আদম–শিখর শাহনিয়াত
    ৭–মদনকুমার–জুয়েল হাসান
    ৮–পুলিশের বড় ভাই –জুয়েল হাসান
    ৯—তামিল হিরো–জুয়েল হাসান
    ১০–মিস্টার চোর–জুয়েল হাসান
    ১১–লতিফ ভাইরাস –জুয়েল হাসান
    ১২–হোসেন ভাইয়ের দোকানে আসা মানুষজন –শামস করিম
    ১৩–খামারি–হিমো হাফিজ
    ১৪–আগুন পাখি–পারভেজ আমিন
    ১৫–পিরিতপুর–ইফতেখার ইফতি
    ১৬–রসের হাঁড়ি –আকাশ রঞ্জন
    ১৭–স্বপ্ন আড্ডা–সাজ্জ্বাদ হোসেন দোদুল
    ১৮–বোকা জামাই–এস এম শাহীন
    ১৯–মেন্টাল লাভার — বর্ণ নাথ
    ২০–আয়না মতির সংসার–এস এম শাহীন
    ২১–ভিলেজ হট্রগোল–ইমরান হাওলাদার
    ২২–তুমি আমার জানেমান–ইমরান হাওলাদার
    ২৩–কাইল্যা মানিক–আশরাফী মিঠু
    ২৪–পন্ডিতগিরি–আশরাফী মিঠু
    ২৫–কিডন্যাপ–ইফতেখার ইফতি
    ২৬–নগরবালা–আদিত্য জনি
    ২৭–জুয়াড়ির প্রেম–আদিত্য জনি
    ২৮–গুপ্তধন–হিমো হাফিজ
    ২৯–জোছনা–গোলাম ফরিদা ছন্দা
    ৩০–তোমাকে দিয়ে কিছু হবে না–শাহরিয়ার রহমান
    ৩১–পর্দার আড়ালে–শামীমুল ইসলাম শামীম
    ৩২–যাদুর বাক্স –সাফি উদ্দীন সাফি
    ৩৩– প্রেম–মিজানুর রহমান মিজান
    ৩৪–স্বদেশ প্রেম–রাজ কামাল
    ৩৫–এলোমেলো–মিজান রাজ
    ৩৬–তিথীর সারাজীবন –সিমান্ত সজল
    ৩৭–রসের হাঁড়ি –আকাশ রঞ্জন
    ৩৮–গল্পের ফেরিয়ালা–তানভির হোসেন প্রবাল
    ৩৯–এনালগ লাইফ–তানভির হোসেন প্রবাল
    ৪০–তমসা ঘোর রাত্রি–জাহারাবী রিপন
    ৪১–মধুপুর–এস এম শাহীন
    ৪২–ডেলিভারি বয়–মেহেদী হাসান মুকুল
    ৪৩–ঠগ–সকাল আহমেদ
    ৪৪–অস্হির মুড়ি ভর্তা –অপূর্ব আমিন
    ৪৫–মিয়া বিবি রাজী–জাকারিয়া সৌখিন
    ৪৬–ব্যাড লাক–হাসিব হোসাইন রাখি
    ৪৭–চাঁপাবাজ–হাসান জাহাঙ্গীর
    ৪৮–মেস ম্যানেজার–চঞ্চল শেখ
    ৪৯–মুদ্রা গ্রাম –হেলাল উদ্দীন ফারহান
    ৫০–ডিসম্যান–মাঈনুল হাসান খোকন
    ৫১–জোকার–মাঈনুল হাসান খোকন
    ৫২–সেকেন্ড ম্যারেজ–মাঈনুল হাসান খোকন
    ৫৩–ভবঘুড়ে–মাঈনুল হাসান খোকন
    ৫৪–বাউন্ডুলে-শ্রাবণ শাহ
    ৫৫–গুড়েবালি–আশফাক সাজু
    ৫৬–লোভী জামাই–রোহান মাহমুদ
    ৫৭–ওমান হেদায়েত –রোহান মাহমুদ

    ৫৮-আবেগী ভালোবাসা–রোহান মাহমুদ
    ৫৯–গোপন বউ–কামরুজ্জান পুতুল
    ৬০–সে আমার মন কেঁড়েছে –তন্ময় খান
    ৬১–আলো আঁধার–সঞ্জীব দাস
    ৬২–চিল্লু ভাই–ইমরান হাওলাদার
    ৬৩–অসাম অসমান–আদিত্য জনি
    ৬৪–রিভেঞ্জ –আবুল হোসেন মাহমুদ
    ৬৫–মেধাবী চোর–জুয়েল হাসান
    ৬৬–ভয়ংকর চান্দু–মাঈনুল হাসান খোকন-
    ৬৭–টেস্টি ট্যুর–রাশেদ মামুন অপু
    ৬৮–আবির ভাইয়য়ের মাথা গরম–জুয়েল হাসান
    ৬৯–অভিশাপ–সঞ্জয় সম্মাদার
    ৭০–স্বামী আসামি–মাঈনুল হাসান খোকন
    ৭১–দিনেদুপুরে ডাকাতি–আদিত্য জনি
    ৭২–হাওয়াই মিঠাই–নঈম ইমতিয়াজ নেয়ামুল
    ৭৩–সমস্যা কি–মহিদুল রাকিব
    ৭৪–রোড টু মিডিয়া –জিয়াউর রহমান জিয়া
    ৭৫–হোয়াট ইজ লাইফ –বর্ন নাথ
    ৭৬–রংবাজ–মাঈুনল হাসান খোকন
    ৭৭–প্রবাসী গ্রাম –জয় সরকার
    ৭৮–প্রিয়জন –শামীম জামান
    ৭৯–ঘাপলা–মাঈুনল হাসান খোকন
    ৮০–লুডু মাস্টার–মাঈুনল হাসান খোকন
    ৮১–মেম্বার–জুয়েল হাসান
    ৮২–সবাই যদি এমন হতো–স্বপন বিশ্বাস
    ৮৩–যাদুনগর–কায়সার আহমেদ
    ৮৪–শোধবোধ –ইমরান হাওলাদার
    ৮৫–শেষ বিকেল–তাজু কামুরল
    ৮৬–হালকা গান হালকা নাচ–মইন খান
    ৮৭–ডেলিভারি ম্যান–এ বাবুল
    ৮৮–বিবাহ ভ্যাজাল–জুয়েল হাসান
    ৮৯–হালখাতা–আজিজুর রহমান আকাশ
    ৯০–ভেতরের মানুষ–সামীর উদ্দীন
    ৯১–আমার কি বিয়ে হবে না–কামুরল হাসান ফুয়াদ
    ৯২–অন্য আকাশ–আসাদুজ্জামান আসাদ
    ৯৩–কাল্লু মামা হিরো–জুয়েল শরীফ
    ৯৪–নাটাই ঘুড়ি–এমদাদ খান
    ৯৫–গোপন বিয়ে–কামুরল হাসান ফুয়াদ

    ৯৬–হাওয়ায় ভাসা ভালোবাসা –বদরুল আনাম সৌদ
    ৯৭–বউ বিরোধ–সোহাগ কাজী
    ৯৮–ভেজা বিড়াল–জিয়াউদ্দীন আলম
    ৯৯-ডা.কদম আলী এমনি বিএস–মিলন চিশতি
    ১০০–আদর্শ প্রেমিক–মিলন চিশতি

    ভক্তরা তাকে বড় পর্দায় হিরোর চরিত্রে দেখতে চান এমন প্রশ্নে তিনি এ প্রতিবেদক কে জানান সম্মানিত পরিচালকগন যদি মনে করে আমাকে দিয়ে হিরোর চরিত্র হবে তাহলে আমি কাজ করবো, কাকে কোন চরিত্রে দিলে ভাল হবে সেটা তারাই ভাল জানে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ