• Uncategorized

    ঘোড়াশালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত।

      প্রতিনিধি ৬ মার্চ ২০২৩ , ৮:০৯:৩৫ প্রিন্ট সংস্করণ

    মোঃ হাবিবুর রহমান হাবিব নরসিংদী জেলা প্রতিনিধি

    নরসিংদীর শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়াপ্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।লেখাপড়ার পাশাপাশি , শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে খেলাধুলার প্রভাব অপরিসীম।
    তাই প্রত্যেক বছরের ন্যায় এবারও বার্ষিক কীড়া প্রতিযোগিতার আয়োজন করেন ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি।খেলা শুরুর প্রথম থেকেই একে একে বিভিন্ন প্রদর্শন তুলে ধরেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। যেমন স্কাউটিং মাঠ পাস, অলিম্পিক মশাল স্কাউটিং, কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, জাতীয় পতাকা উত্তোলন, অলিম্পিক পতাকা উত্তোলন ইত্যাদি। তাছাড়াও দৌড়,মোরগ যুদ্ধ, বেঙ্গের লাফ,দড়ি লাফ,গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, অন্ধের নিশানা, যেমন খুশি তেমন সাজো, সহ প্রায় একশটি খেলায়, পাঁচশর অধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের অংশগ্রহণে গার্জিয়ানদের আনন্দ প্রকাশ করারও কোনো দিক দিয়ে কম ছিল না, মাঠের চারপাশ গিরেই তারা নিজেদের সন্তানদের খেলায় অংশগ্রহণ করা উপভোগ করেন। খেলা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে নিত্য, দেশাত্মবোধক নাটক,গান মঞ্চে তুলে ধরেন শিক্ষার্থীরা।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন,
    জনাব শহীদুল ইসলাম, মহাপরিচালক, প্রধানমন্ত্রীর কার্যালয়, ঢাকা।

    বিশেষ অতিথি :
    জনাব সৈয়দ জবাবে হোসেন, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, পলাশ, নরসিংদী।
    জনাব রবিউল আলম,উপজেলা নির্বাহী অফিসার, পলাশ,
    নরসিংদী।
    জনাব গৌতম চন্দ্র মিত্র,জেলা শিক্ষা অফিসার, নরসিংদী।
    জনাব আলহাজ্ব শরিফুল হক,সভাপতি, ঘোড়াশাল পৌরআওয়ামী লীগ।
    জনাম মিলন কৃষ্ণ হালদার,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, পলাশ, নরসিংদী।
    জনাব পরেশ চন্দ্র দাস,জেনারেল ম্যানেজার এএমসিএল,ঘোড়াশাল, নরসিংদী,
    সভাপতি, সাফিনা রহমান,সভাপতি ম্যানেজিং কমিটি,ঘোড়াশাল পাইলট উচ্চ বিদদ্যালয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ