• আমার দেশ

    কুমিল্লা-৪ দেবীদ্বার আসনে তৃণমূল আওয়ামী লীগ পর্যায়ে এগিয়ে আবুল কালাম আজাদ

      প্রতিনিধি ১৯ নভেম্বর ২০২৩ , ৮:৩৫:৫৬ প্রিন্ট সংস্করণ

    শাহ সাহিদ উদ্দিন-কুমিল্লা জেলা প্রতিনিধি:

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আসনভিত্তিক প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো।ভোটের হাওয়া লেগেছে সারাদেশে। যা উত্তাপ ছড়াচ্ছে রাজনৈতিক অঙ্গনে। ইতোমধ্যেই বিভিন্ন হিসাব কষছে ক্ষমতাসীনরা। পিছিয়ে নেই বিরোধী দলগুলোও। এরমধ্যে কোনো কোনো আসনে ক্ষমতাসীনদের দলীয় কোন্দলে সুযোগ নিতে মরিয়া হয়ে উঠেছে প্রধানবিরোধী দল বিএনপি। এমনই একটি আসন কুমিল্লা-৪। বিভিন্ন সূত্রে জানা গেছে, ১ পৌরসভা ও ১৫ ইউনিয়ন নিয়ে গঠিত কুমিল্লা-৪ আসন। ভোটার সংখ্যা ৪ লাখ ৯০৮ জন। তার মধ্যে ২ লাখ ১০ হাজার ৩৩৬ জন পুরুষ ভোটার। আর নারী ভোটার আছেন ১ লাখ ৯০ হাজার ৫৭২ জন।

    এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বর্তমান সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক,দেবীদ্বার উপজেলার চেয়ারম্যান এবং ঢাকা গ্রুপের এমডি মো. আবুল কালাম আজাদ এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার। সরেজমিনে ওই নির্বাচনী এলাকায় সাধারণ মানুষের সাথে কথা বললে তারা জানান বর্তমান সাংসদ রাজী ফখরুলের চেয়ে ওখানে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, দেবীদ্বার উপজেলার চেয়ারম্যান এবং ঢাকা গ্রুপের এমডি মো. আবুল কালাম আজাদ এর গ্রহণ যোগ্যতা সাধারণ মানুষের কাছে বেশি।

    এই আসনে ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টানা তিনবার বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী নৌকার মনোনয়ন প্রত্যাশি আওয়ামী লীগ দলীয় প্রার্থী এ বি এম গোলাম মোস্তফা এ আসনে বিজয়ী হন। ২০১৪ সালে ৫ জানুয়ারির নির্বাচনে মহাজোটের শরিক জাতীয় পার্টি (এরশাদ) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজুকে মহাজোটের প্রার্থী ঘোষণা করা হয়েছিল। কিন্তু তখন দেবীদ্বারের আসনটিতে আওয়ামী লীগের কোন্দল চরমে থাকার কারণে দলের বিরুদ্ধে যেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে এ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন রাজী মোহাম্মদ ফখরুল। পরে তিনি আওয়ামী লীগে যোগ দেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও রাজী মোহাম্মদ
    ফখরুল এ আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এরশাদের আমলে উপমন্ত্রী এএফএম ফখরুল ইসলাম মুন্সীরছেলেছেলে। ১৯৯৫ রাজী মোহাম্মদ ফখরুলের পিতা আওয়ামীলীগে যোগ দেন। ১৯৯৫ সালে তিনি আওয়ামী লীগে যোগদান করে ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে অংশগ্রহণ করে পরাজিত হন। তিনি আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ছিলেন। গত অক্টোবর মাসে তিনি মারা যান। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজী মোহাম্মদ ফখরুল আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন প্রচার রয়েছে। বিভিন্ন সময়ে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটানোর কারণে আওয়ামী লীগের তৃনমুল পর্যায়ের নেতা কর্মীরা এবং সাধাণ মানুষ রাজী ফখরুলের ওপর বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় ।দলের স্থানীয় সূত্রগুলো জানায়, এ
    আসনের বর্তমান সংসদ সদস্যের ঘুষিতে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দেবীদ্বার উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। ২০২২ সালের ১৬ জুলাই বিকেলে কুমিল্লার দেবীদ্বার আওয়ামী লীগের সম্মেলন নিয়ে ঢাকায় জাতীয় সংসদ ভবনে বৈঠক চলাকালে এ ঘটনা ঘটে। ওইদিন জাতীয় সংসদ ভবনে কুমিল্লা উত্তর জেলা ও দেবীদ্বারের দলীয় নেতৃবৃন্দ এ নিয়ে বৈঠকে বসেন। এ সময় এলাহাবাদ ইউনিয়নের কমিটি ঘোষণা করা হলে দেবীদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এতে আপত্তি জানান। এ সময় উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রতিবাদ জানালে একপর্যায়ে এমপি রাজী ফখরুল দেবীদ্বার উপজেলার চেয়ারম্যান আবুল কালাম আজাদকে ঘুষি মারেন বলে অভিযোগ ওঠে যা দেশের গণমাধ্যম গুলোতে প্রকাশিত হয়েছে । এ ঘটনার প্রতিবাদে ওইদিন রাতে দেবীদ্বার উপজেলা সদর ও উপজেলা চেয়ারম্যানের নিজ ইউনিয়ন বরকামতা ও বাগুড়সহ দেবীদ্বারবাসী পৃথক প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করে। এ ছাড়াও স্থানীয় সংসদ সদস্যের হাতে লাঞ্ছিত হওয়ার অভিযোগে উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের সমর্থকরা ২০ জুলাই মাধাইয়া বাসস্ট্যান্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার মহাসড়ক অবরোধ করার মতো ঘটনাও ঘটেছে।
    দেবীদ্বারের বরকামতা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে এমপি রাজী মোহাম্মদ ফখরুল মনগড়া মতো কমিটি ঘোষণার চেষ্টা করলে উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালাম আজাদ-এর বিপুল সংখ্যক অনুসারী এমপিকে অবরুদ্ধ
    করে রাখে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসব ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে দেবীদ্বারে আওয়ামী লীগের স্থানীয় রাজনীতির মাঠ। ওই সময় এসব খবর গণমাধ্যমেরও শিরোনাম হয়।পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে বিষয়টির সুরাহা হলেও তাদের মধ্যে সম্পর্কের জোড়া লাগেনি। পরবর্তীতে দেবীদ্বার পৌরসভার ভিংলাবাড়ি এলাকায় পূজামণ্ডপ পরিদর্শন করতে গিয়ে হামলার শিকার হন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ। এ সময় তাঁর সরকারি গাড়িতে গুলি-ভাঙচুরের ঘটনা ঘটে এবং বুলেট প্রুফ গাড়ীতে থাকার কারনে তিনি প্রানে বেচে যান। এ ঘটনার জন্য তিনি এমপির অনুসারীদের দায়ী করেন। সরেজমিনে দেবীদ্বার এলাকায় যেয়ে জানা যায়, ওই স্থানের আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং সাধারন মানুষ কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং দেবীদ্বার উপজেলার চেয়ারম্যান আবুল কালাম আজাদকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মাঝি হিসেবে দেখতে চায়। ওই এলাকার ১৫ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় তিনি জনসংযোগ করছেন এবং অসহায় গরীব
    মানুষের মাঝে সবসধনের সাহায্য সহযোগিতা করছেন বলে তারা জানান। এছাড়া কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন
    আলী মাস্টারের একটি গ্রুপ রয়েছে। তিনিও বিভিন্ন সমাবোশ করছেন। তিনিও আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন।

    সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফকরুল জানান,আমি সংসদ সদস্য থাকাকালীন সময়ে এলাকায় বিপুল উন্নয়ন হয়েছে। আসন্ন সংসদ নির্বাচনে উন্নয়নের ধারা অবয়াহত রাখতে দেবীদ্বারবাসী আমাকে আবার ভোট দিয়ে জয়যুক্ত করবেন। তিনি সবাইকে দলের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
    দেবীদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ প্রতিবছর ১৫ আগষ্ট উপলক্ষে ১৫ ইউনিয়ন এবং একটি পৌরসভার সবাইকে মিলাদ ও দোয়া মাহফিল করে সবাইকে নিয়ে ভোজের আয়োজন করেন। এবার তিনি ১৫ দিন ব্যাপী পুরো দেবীদ্বারে জাতির পিতার শাহাদাত বার্ষিকী পালন করেন।শিক্ষা, আসহায় দরিদ্রের সহায়তাসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িত রয়েছেন। উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রৌশন আলী মাস্টার জানান, দলের ত্যাগী নেতাকর্মীদের মূলয়ায়ন না করার দরুন দেবীদ্বারে আওয়ালী লীগে এত গ্রুপিং। অপরদিকে বিএনপি নির্বাচনে অংশ নিলে এ আসন থেকে সাবেক এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী মনোনয়ন পেতে পারেন, তবে মামলা সংক্রান্ত জটিলতার কারণে তিনি গতবারের মতো এবারও নির্বাচনে অংশ নিতে না পারলে তার স্ত্রী মাজেদা আহসান মনোনয়ন চাইতে পারেন। এ ছাড়াও হংকং বিএনপির সভাপতি, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব বর্তমান আওয়ামী লীগ দলীয় এমপির চাচা এএফএম তারেক মুন্সী বিএনপি থেকে মনোনয়ন চাইবেন বলে জানা গেছে। সে লক্ষ্যে ওইসব প্রার্থী এলাকায় প্রচার চালাচ্ছেন।

    এ ছাড়াও জাতীয় পার্টির (এরশাদ)কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু, অধ্যাপক মোজাফর আহম্মেদ এর মেয়ে ও ন্যাপের কেন্দ্রীয় কমিটির সভাপতি আইভি আহম্মেদ এ আসন থেকে।নির্বাচন করবেন বলে জানা গেছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ