• আইন ও আদালত

    কাজীর হাটে চেয়ারম্যান ও সচিব এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নিতির অভিযোগ

      প্রতিনিধি ২৩ মার্চ ২০২৪ , ২:২২:৩১ প্রিন্ট সংস্করণ

    আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি:

    বরিশালের কাজিরহাট থানাধীন আন্দারমানিক ইউনিয়ন পরিষদের সচিব মোঃ শাহনেওয়াজ ও চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন খোকন এর বিরুদ্ধে জেলেদের জেলে কার্ড ও ট্যাক্স রশিদ কেটে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্র থেকে জানা যায়, জেলে কার্ডধারীদের কে রীতিমতো বাধ্য করেন ট্যাক্স রশিদ সংগ্রহ করে চাল নিতে,চেয়ারম্যান ও সচিব এর যোগসাজশে প্রতেক জেলেদের থেকে দুই তিন শত টাকা আদায় করে ট্যাক্স টোকেনের নামে।

    আবার অনেক সময় জেলেদের কাছ থেকে টাকা নিয়েও দেয়া হয়না ট্যাক্স রশিদ৷ সরকার নির্ধারিত বৎসরে একবার ট্যাক্স দেওয়ার নির্দেশ থাকলেও এই পরিষদে কয়েক ধাপে নেওয়া হয় ট্যাক্স,এরকমটাইজানিয়েছেন স্থানীয়রা। ট্যাক্সের নামে অসহায় গরিব মানুষদের থেকে হাজার হাজার টাকা আত্মসাৎ করেন ইউপি চেয়ারম্যান ও সচিব ৷এছাড়াও জেলে কার্ড থাকা সত্ত্বেও অনেককেই চাল না দেয়ারও অভিযোগ আছে অনেক৷

    প্রকৃত জেলে হয়েও চাল থেকে বঞ্চিত রয়েছেন (১) সামসুদ্দীন হাওলাদার পিতা হাফেজ হাওলাদার (২) খোকন হাওলাদার পিতা মানিক হাওলাদার (৩)সুমন খলিফা পিতা আনোয়ার খলিফা ( ৪)নয়ন খলিফা পিতা বজলু খলিফা উভয় সাং আন্দারমানিক ৩ নং ওয়ার্ড। সংরক্ষিত নারী সদস্য শিল্পী বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন এই সচিব চেয়ারম্যান ট্যাক্স নামে তিনশত ,টিপটিউবলে পঁচিশ হাজার করে টাকা , ভিজিডি কার্ড এর নামে পাঁচ থেকে সাত হাজার পর্যন্ত টাকা নেয় ৷

    এসব অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়ার হলে আমাদেরকে ইউ পি সদস্যদের চেয়ারম্যান হুমকি দিয়েছেন বিভিন্ন সময় ৷ এসব অভিযোগ এর বিষয়ে চেয়ারম্যান নাসির উদ্দিন খোকনের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি কিছু বলতে ইচ্ছুক না, সচিব বলবে বিস্তারিত। সচিবের কাছে প্রশ্ন করলে নানা অজুহাত দেখিয়ে এড়িয়ে যায় ব্যাপারটি৷

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ