• গণমাধ্যম

    কবিতা “চরিত্র” বিএমএসএফ-আলোকিত ৭১ সংবাদ

      প্রতিনিধি ১ ফেব্রুয়ারি ২০২২ , ৭:০৫:৪২ প্রিন্ট সংস্করণ

    “চরিত্র”

    তুই জাফরের চরিত্রে কালি লাগিয়ে নিজেকে করতে জাহির,
    ভালো মানুষ সেজে মুখোশের আড়ালে মাদকের নেশায় মাতিস।
    সাংবাদিকতাকে পুঁজি করে তুই চাদাঁ আর ধান্ধাবাজিতে জড়াস;
    বিএমএসএফ কে কুক্ষিগত করতে, কোন সাহসে তুই ফায়দা লোটন মারাস ?

    নিজেকে ভাবিস বড় সাংবাদিক, অন্যরা কি ভাসা?
    তুই এখন কৌতুকের পাত্র, মানুষ জনকে হাসা !
    একটু খানি জায়গা পাইছিস ফেজবুকে, মনগড়া সব লেখিস;
    গাজা মদ খাইয়া মাতলামি করে, কেমন কেমন ঠেকিস ?

    অনেকের চরিত্র হরন করিস, তোর চরিত্র কি ভালো ?
    মানুষকে বোঝাস ফেরেশতা তুই, হৃদয়টা তোর কয়লার চেয়েও কালো ;
    বিএমএসএফ কে নিয়া মাতামাতি করিস, নিজে একটা সংগঠন করে দেখা;
    জাফরের সাথে দুঃসাহস দেখাস, দেখি তুই কেমন ব্যাটা।

    সাংবাদিকদের নেতা হতে চাস, নেতার গুন কি তোর আছে ?
    মদ খেয়ে তোর মাতলামিতে, সংগ দেয়না কেউ তোর সাথে ;
    বিএমএসএফ কে বানাবি মদের বাজার এটা করতে দেওয়া হবেনা;
    মনের মধ্যে যা পুসতে আছিস, বাস্তবায়ন কখনও হবেনা।

    বিএমএসএফটা জাফরের তৈরী, সকল সাংবাদিকদের মর্যাদায়;
    গায়ের জোরে তুই দখল করবি, বিএমএসএফ এর সহযোদ্ধারা; আঙুল চুসবে কি নিরবতায় ?
    হয়ে গেছিস হাসির খোরাক, সব মানুষের হাসির পাত্র;

    বিরক্তিকর সুশীল সমাজ; জ্বলে তাদের গাত্র।
    আর কতো নামবি নিচে তুই, অস্তিত্ব টিকাতে দে মুখে ঠুইঁ,
    বারিস না দে লাগাম তুই, ঢুকতে পারে পিছে সুই।
    একবার যারা যোদ্ধা হয়, থাকেনা তাদের কোনো ভয়,

    চরিত্রহরনে নিরব থাকবো, নিছক ভাবনা ছাড়া কিছুই নয়।
    বিভিন্ন স্থানে হামলা, ত্রাস ও ভীতি সৃষ্টি করে, সন্ত্রাসের গডফাদার হয়ে গেছিস,
    মুখোশ যখন খুলে গেছে, সফল হবিনা যা ভাবছিস !
    এটাই তোর আসল চরিত্র সবার কাছে এখন উন্মুক্ত,
    আস্তে আস্তে পিছু হটবে যারা ছিল তোর সাথে সংযুক্ত।

    বিএমএসএফ কে যে মাদকের আস্তানা বানাতে চাইছে এরকম একজন মাদক সেবী রাক্ষুসে স্বাম্বাদিকের গোমর ফাসঁ করা কবিতা

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ