• রাজশাহী বিভাগ

    উল্লাপাড়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক” প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত

      প্রতিনিধি ১৯ ফেব্রুয়ারি ২০২৪ , ৮:৪৫:৪৮ প্রিন্ট সংস্করণ

    মোঃ লুৎফর রহমান লিটন-সলঙ্গা সিরাজগঞ্জ প্রতিনিধি:

    জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠানে পৌরসভাসহ উপজেলার ১৪ টি ইউনিয়নের স্কুল থেকে শিক্ষার্থীরা ৫৪ টি ইভেন্টে এ প্রতিযোগিতায় অংশ নেয়। এতে দৌড়, লম্ফ, দীর্ঘ লম্ফ, বিস্কুট দৌড়, দলীয় নৃত্য, একক নৃত্য, অভিনয়সহ অন্যান্য খেলায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা।

    রবিবার (১৮ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় উল্লাপাড়া পৌর শহরের কাওয়াক হাসপাতাল মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অধিদপ্তর “প্রাথমিক শিক্ষা পদক” অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং পুরস্কার বিতরণ করেন, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দেশ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম শফি।

    উল্লাপাড়া উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানা। অতিথি হিসেবে বক্তব্য রাখেন উল্লাপাড়া পৌরসভার সুযোগ্য মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রীবলী ইসলাম কবিতা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ছানোয়ার হোসেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মোঃ মজনু মিয়া, শিক্ষা ও মানব কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ শফিউল আলম হ্যাভেনসহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ আমিনুজ্জামান অলক, আ’লীগ নেতা মোঃ নবী নেওয়াজ খাঁন বিনু, উল্লাপাড়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ স্বপন, পৌরসভার ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ তয়জাল হোসেন সরকার প্রমুখ।

    অনুষ্ঠান পরিশেষে প্রধান অতিথি এবং অন্যান্য অতিথির হাত থেকে বিজয়ীর পুরস্কার গ্রহণ করেন। এ অনুষ্ঠান, সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী, গুনীজন, সুধীজনেরা উপস্থিত ছিলেন

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ