• খুলনা বিভাগ

    আর্সেনিকমুক্ত সুপ্রিয় পানির জন্য হাহাকার

      প্রতিনিধি ২৩ এপ্রিল ২০২২ , ৪:৫২:২৫ প্রিন্ট সংস্করণ

    রানা আহমেদ-কচুয়া বাগেরহাট প্রতিনিধি:

    বাগেরহাট জেলার কচুয়া উপজেলার বাধাল গ্রামের আর্সেনিকমুক্ত সুপ্রিয় পানির অভাবে এলাকাবাসী করুন অবস্হায় দিন কাটাচ্ছেন। প্রায় ৪ শত পরিবারের পানির জন্য মাত্র একটা সাপ্লাইয়ের ট্যাংকি রয়েছে।যেটা অধিকাংশ সময় নষ্ট থাকায় গ্রামবাসি আর্সেনিকমুক্ত সুপ্রিয় পানি পাওয়া হতে বঞ্চিত হচ্ছে।ফলশ্রুতিতে তাঁরা বিভিন্ন পুকুর ও টিউবওয়েলের আসেনিক যক্ত পানি পান করেন। যার কারণে বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে গ্রামবাসী। তাদের মধ্যে বেশির ভাগই শিশু ও ৬০বছরের উর্ধের বৃদ্ধ।

    ডাইরিয়া ও চর্ম রোগে আক্রান্ত হচ্ছে বেশিরভাগ মানুষ।
    গ্রামবাসীর দাবি তাদের এই করুন অবস্থা নিকটতম সরকারী কর্মকর্তারা বিষয়টি গুরুত্বের সাথে দেখলে তারা আর্সেনিকমুক্ত সুপ্রিয় পানি পান করতে পারবে।গ্রামবাসী আরো জানায় আমাদের এই পানির সমস্যা প্রায় ৩বছর ধরে।তাই গ্রামবাসি সচেতন মহল ও সরকারের সুদৃষ্টি কামনা করছেন এবং স্থানীয় সংশ্লিষ্ট ব্যক্তিবগের সাহায্য সহযোগিতা কামনা করছেন। যাতে করে তারা যেন শিগগিরই আর্সেনিকমুক্ত সুপ্রিয় পানি নিয়মিত পায় এবং এ কঠিন অবস্থা থেকে স্থায়ীভাবে মুক্তি পেতে পারে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ