• Uncategorized

    “আমার গাঁ” নিশাদ রত্না

      প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২১ , ১:০৮:১৮ প্রিন্ট সংস্করণ

    গাঁয়ে’র মানুষ,গাঁয়ে থাকি
    গাঁ’ ই আমার গর্ব
    গাঁয়ে’র আকাশ, গাঁয়ে’র বাতাস
    গাঁ’ ই সর্বে সর্ব।
    আমার গাঁয়ে’র সকাল গুলো
    আহা! কি যে মিষ্টি!
    দেখলে পরে চোখ জুড়ে যায়
    বিধাতার কি সৃষ্টি!
    ঘাসফুল আর পাখির গানে
    সকালটা হয় অপরুপ,
    শীতের সকাল আরও মধুর
    শিশির পড়ে টুপটুপ।
    আমার গাঁয়ের গ্রীষ্মদুপুর
    তপ্ত রৌদ্রময়,
    শীতের দুপুর ওমনটা নয়
    হিমেল হাওয়া বয়।
    গাছ-গাছালী, পাখ-পাখালী
    সব আমাদের আপন,
    ওদের সাথি করেই মোরা
    করি জীবন যাপন।
    আমার গাঁয়ে’র বিকেল গুলো
    দেখো যদি ভাই,
    বুঝবে তুমি আমার গাঁয়ে’র
    তুলনা যে নাই।
    ঝিলের জলে হাঁসের মেলা
    মাঠে চড়ে গরু,
    এলোচুলের মেয়েরা ঘোরে
    গেঁথে বেণী সরু।
    সবাই যখন বাড়ি ফেরে
    সুয্যি নামে পাটে,
    কৃষাণ বধু পা ধুয়ে নেয়
    পদ্মদিঘির ঘাটে।
    আমার গাঁয়ে’র রাতগুলোতে
    দারুণ মধুর ক্ষণ
    জানালা দিয়ে চাঁদ দেখা যায়
    কাছেই কাঁশবন।
    জোনাক জ্বালায় আলো আর
    শেয়াল ধরে গান
    ওদের গানে জুড়িয়ে যায়
    আমার গাঁয়ে’র প্রাণ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ