• খেলা

    আবারও টেস্ট ক্যাপ্টেন সাকিব আল হাসান।

      প্রতিনিধি ২ জুন ২০২২ , ১১:৪২:০৪ প্রিন্ট সংস্করণ

    আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি:

    বাংলাদেশের টেস্ট দলের নিয়মিত মুখ মুমিনুল হক সৌরভ এক সময় ছিল ফরমের তুঙ্গে। ব্যাটিং এবারেজ ছিল দেখার মত, কিন্তু ক্যাপ্টেনের দায়িত্ব পাওয়ার পর থেকেই যেন মুমিনুল অনুজ্জ্বল, ব্যাটিং যেন প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না, সাউথ আফ্রিকা টেস্ট দেশে শ্রীলঙ্কার বিপক্ষে ও যেন ছিল নিজের ছায়া হয়ে, চারও দিকে সমালোচনার ঝর বইতে শুরু করে,তাই তিনি নিজেই ব্যাটিংয়ে মনোযোগ দিতে গতকাল বোর্ড সভাপতির নিকট নিজের অধিনায়কত্ব ছেড়ে আসেন।তার পর থেকেই পরবর্তী সাধাপোষাকের অধিনায়ক কে হবে এ নিয়ে সোসাল মিডিয়া ঝর বইতে থাকে। গুঞ্জন উঠছিল পরবর্তী ক্যাপ্টেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কে নিয়ে।

    যিনি এর আগেও টেস্টের অধিনায়কের দায়িত্বে ছিলেন। অবশেষে গুঞ্জনই বাস্তবতায় রুপান্তরিত হলো আজ ২ জুন বৃহস্পতিবার ১২ টার সময় বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে এ নিয়ে বোর্ড মিটিং চলছিল, সেখান থেকেই জানা যায় টেস্ট দলের পরবর্তী অধিনায়ক সাকিব আল হাসান, এবং তার সহকারী অধিনায়ক হিসেবে বাংলাদেশের অপেনার লিটন কুমার দাসকে নির্বাচিত করা হয়েছে। এমন সিদ্ধান্ততে ক্রিকেট বিশ্লেষকদের দাবী সাকিব যেহেতু বিশ্ব মানের প্লেয়ার পাশাপাশি বেশ অভিজ্ঞ তাই তার নেতৃত্বে বাংলাদেশের রুপ পরিবর্তন হয়ে যাবে,তিনি টেস্ট ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ