• Uncategorized

    অসহায় বিধবাদের মুখে হাসি ফোটালেন সাইফুল ইসলাম 

      প্রতিনিধি ১২ নভেম্বর ২০২০ , ৯:২৮:৩৮ প্রিন্ট সংস্করণ

    মোহাম্মদ আসাদ-বকশীগঞ্জ প্রতিনিধিঃ

    শীতের সময় উত্তর অঞ্চলের মানুষ গুলো শীতের কারণে যেন একটু বেশিই দিশেহারা হয়ে পরে। এক দিকে করোনা মহামারী অন্য দিকে শীত যেন মরার উপর খাঁড়ার ঘা!

    এই শীতের সময় মানুষের পাশে দাড়াতে চেষ্টা করছে নিলাক্ষিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড দাড়িপুরা (মুন্সীবাড়ি) গ্রামের পিতা মৃত, মানিউদ্দিন ও নিলাক্ষিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদ্দামের চাচা সাইফুল ইসলাম

    তিনি প্রতি ঈদে ও শীতের সময় মানুষকে সাহায্য করে থাকেন । সামান্য চাকরি করলেও নিজের বেতনের টাকায় ১২ই নভেম্বর, ২০২০ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার সকাল ৮-৩০ মিনিটে তার নিজ বাড়ি থেকে ১০০ জন দরিদ্র বিধবা মহিলা ও অসহায় মানুষের মাঝে শাল বিতরণ করে বিতরণ কালে সাইফুল ইসলাম বলে, আমিও গরিব ঘরের সন্তান সামান্য একটা চাকরি করি শীতে অসহায় দরিদ্র মানুষের কথা চিন্তা করে প্রতিবছর দরিদ্র মানুষকে কিছু হলেও সাহায্য করতে চেষ্টা করি এবং ভবিষ্যতে মানুষের সাহায্য করব

    সাইফুল ইসলাম বিত্তশীলের প্রতি আহ্বান করেন এ সময় যেন দরিদ্র অসহায় মানুষের পাশে থেকে তাদের সাহায্য করে

    সাইফুল ইসলামের মা-বাবা কেহ বেঁচে

    তিনি দুই কন্যা সন্তানের জনক

    তিনি তার মা-বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন,

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ