• Uncategorized

    অবৈধ লাইসেন্স বিহীন নছিমন গাড়ির ধাক্কায় অষ্টম শ্রেণির শিক্ষার্থী মোঃ মোরছালিন এর মৃত্যু

      প্রতিনিধি ১২ জানুয়ারি ২০২১ , ১:২৩:৫৬ প্রিন্ট সংস্করণ

    অবৈধ লাইসেন্স বিহীন নছিমন গাড়ির ধাক্কায় অষ্টম শ্রেণির শিক্ষার্থী মোঃ মোরছালিন এর মৃত্যু।

     

    ১২ ই জানুয়ারী ২০২১ আনুমানিক ১ঃ০০ ঘটিকার সময় নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মোঃমোরছালিন অপ্রত্যাশিত ভাবে অবৈধ লাইসেন্স বিহীন নছিমন গাড়ির ধাক্কায় মারা যায়। এর প্রতিবাদে নিরাপদ সড়ক আন্দোলন ও মিছিলসভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় শিক্ষক সহ ছাত্র-ছাএী উপস্থিত ছিলেন। সভায় শিক্ষাথীরা কিছু দাবি উপস্থাপন করেন।
    ১.বিদ্যালয় সংলগ্নে পি.টি.আই মোড় পুলিশ রাখতে হবে।
    ২.অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে রাখতে হবে।
    ৩.বিদ্যালয়ের দুপাশে স্পিড ব্লেকার লাগাতে হবে।
    ৪.সরকারকে অবৈধ লাইসেন্স বিহীন গাড়িকে উচ্ছেদ করতে হবে।
    ৫.সরকারকে এ বিষয়ে বেশি নজর রাখতে হবে।
    উক্ত প্রস্তাবগুলো মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের নিকট লিখিত একটি স্মারক দেওয়া হয়েছিল যার সবগুলো দাবি নিঃশব্দে ভাবে জেলা প্রশাসক মহোদয় বাস্তবায়ন করার প্রতিশ্রতি দিয়েছিলেন।
    আজ ১২ই জানুয়ারী প্রায় ১ বছর হয়ে গেলেও দাবিগুলো পরিপূর্ণ ভাবে বাস্তবায়িত করা হয়নি।আজ সকাল ১২ টায় বিদ্যালয় প্রাঙ্গেনে স্কুল কেবিনেটের প্রধান মোঃউমর ফারুকের নেতৃেত্বে উক্ত সভায় এক মিনিট নিরবতা পালন করে এবং মাগফিরাত কামনা করা হয়।
    উক্ত দাবিগুলো যথাযথভাবে পালন না করাই আগামীকাল ১৩ই জানুয়ারী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোফাইলে কালো করে বিক্ষোভ প্রদশনের আহ্বান জানান।
    উমর ফারুক আরো জানান প্রশাসকের দায়িত্বহীনতার প্রতি তিব্র নিন্দা জানান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ