• Uncategorized

    অপসংস্কৃতির আগ্রাসন মোকাবেলায় সবুজকুঁড়ির হাতকে শক্তিশালী করতে হবে

      প্রতিনিধি ৮ জানুয়ারি ২০২১ , ১১:৩৮:০৩ প্রিন্ট সংস্করণ

    মুজতাবা হাসান চৌধুরী নোমান;
    সিলেট জেলা প্রতিনিধিঃ

    পৃথিবীতে আজ দুটি আগ্রাসন চলছে। একটি সামরিক আগ্রাসন ও অপরটি সাংস্কৃতিক আগ্রাসন। সাংস্কৃতিক আগ্রাসনে আমাদের সুস্থ সংস্কৃতি আজ হুমকির সম্মুখীন। পশ্চিমা ও বিজাতীয় কৃষ্টি কালচার আমাদের চারপাশ ঘিরে ধরেছে। আমাদের তরুণ সমাজকে এই ঘুণেধরা সংস্কৃতি পরিহার করে সুস্থ সংস্কৃতি চর্চায় মনোনিবেশ করতে হবে। সবুজকুঁড়ি ইসলামী সাংস্কৃতিক আন্দোলনে সফলতার সাথে কাজ করে যাচ্ছে। অপসংস্কৃতির আগ্রাসন মোকাবেলায় সবুজকুঁড়ির হাতকে আরো শক্তিশালী করতে হবে। ইসলামী সংস্কৃতির নির্মল আঙ্গিনা ‘সবুজকুঁড়ি’র ৫ম ব্যাচের ৩ মাস ব্যাপী ইসলামী সংগীত, কেরাত ও উপস্থাপনা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মোজতাবা হাসান চৌধুরী নোমান কথাগুলো বলেন। আজ ৭ জানুয়ারী, বৃহস্পতিবার দুপুরে সিলেট সোবহানীঘাট ডি. ওয়াই. কামিল মাদরাসা মিলনায়তনে সবুজকুঁড়ির প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক রফীকুল ইসলাম মুবীনের সভাপতিত্বে ও সবুজকুঁড়ির পরিচালক সুলতান আহমদের পরিচালনায় অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত করেন সবুজকুঁড়ির সিনিয়র সদস্য জামান আহমদ। নাত পরিবেশন করেন আবুল আহসান মো. ইয়াসিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তায়্যিবা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মারজান আহমদ চৌধুরী। মাওলানা মারজান আহমদ চৌধুরী তার বক্তব্যে বলেন-রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগ থেকেই ইসলামী সংস্কৃতির চর্চা ছিল। হযরত হাসসান বিন সাবিত রা., হযরত কাব বিন যুহাইর রা., হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রা., হযরত কাব বিন মালিক রা. কে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিতার জন্য পুরস্কৃত করেছিলেন। সবুজকুঁড়ির এ প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে অনেক প্রতিভাবান ইসলামী সংগীত শিল্পী তৈরী হবে বলে আমার বিশ্বাস।
    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, আল ইসলাহ নেতা কুহিনুর উদ্দীন চৌধুরী, সবুজকুঁড়ির কেরাত পরিচালক সাইফুল ইসলাম, হযরত শাহজালাল ব্রাক্ষনগ্রাম ফাজিল মাদরাসার শিক্ষক মাওলানা এখলাসুর রহমান, অভিযাত্রিক টিভির প্রেস এন্ড পাবলিসিটি ডিরেক্টর, আনজুমানে আল ইসলাহ জেদ্দা শাখার নেতা আরিফ উদ্দীন, সবুজকুঁড়ির সহকারী থিয়েটার পরিচালক ছায়েম ইবনে খয়ের, সিনিয়র সদস্য মিসবাহ উদ্দীন মনজু, সদস্য মারজান মো. তালহা, ইব্রাহিম উদ্দীন বেলাল, জাকারিয়া আহমদ, জাহিদ রাহী সহ প্রমুখ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ