• আইন ও আদালত

    মরিচ্যা বাজারে ভুমিদস্যু কর্তৃক জমি দখলের অভিযোগ

      প্রতিনিধি ২৩ ডিসেম্বর ২০২২ , ৩:২৫:৪২ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিবেদকঃ

    কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের মরিচ্যা পালং এলাকায় ভূমিদস্যু কর্তৃক জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ভুক্তভোগীর পরিবারের পক্ষে পশ্চিম মরিচ্যা পালং এলাকার বাসিন্দা মৃত হাজি পেটান আলি সওদাগরের পুত্র তমিজ উদ্দিন সওদাগর বাদি হয়ে দুই জনের বিরুদ্ধে উখিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
    বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে উখিয়ার মরিচ্যা পালং বাজারের তমিজ মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

    জানা যায়,হলদিয়া পালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যা পালং এলাকার হাজি পেটান আলি সওদাগরের ছেলে তমিজ উদ্দিনের একটি ব্যক্তি মালিকানাধীন বহুতল ভবন রয়েছে। উক্ত জমির নামে একটি সৃজিত খতিয়ান রয়েছে।যাহার নং-১৪১৬।সম্প্রতি মরিচ্যা এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে সুরত আলম ও নুর আহমেদ প্রকাশ গুরা পুতুর ছেলে ফারুক এর লোলুপ দৃষ্টি পড়ে। বৃহস্পতিবার সকালে একদল ভাড়াতে সন্ত্রাসী নিয়ে জায়গা দখল করতে যান তারা।ঐ জায়গায় সীমানা প্রাচির সহ তমিজ উদ্দিন সওদাগরের নির্মিত স্থাপনা ভেঙে গুড়িয়ে দেই।

    ভূমিদস্যুদের এসব কর্মকান্ড নিষেধ করতে গেলে তমিজ উদ্দিন সওদাগর ও তার ছেলে মাইন উদ্দিন আহমেদ ওহিদকে প্রাণনাশের হুমকি দেন। তবে ভূমিদস্যু সুরত আলমের বিরুদ্ধে একাধিক থানায় মাদকের মামলাসহ জেল ফেরত আসামী বলে জানা যায়। এঘটনার খবর পেয়ে উখিয়া থানার একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। এব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলি তদন্ত পুর্বক ব্যবস্হা নেবেন বলে জানিয়েছেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ