• রাজশাহী বিভাগ

    সুজানগরে ডিজিটাল উদ্ভাবনী মেলার প্রেস কনফারেন্স

      প্রতিনিধি ১২ নভেম্বর ২০২২ , ২:২৪:৫৩ প্রিন্ট সংস্করণ

    এম মনিরুজ্জামান, পাবনা:

    “উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে, ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পাবনার সুজানগরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।প্রেস কনফারেন্স বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম।এ সময় সুজানগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাষ্টার, সিনিয়র সাংবাদিক ও পল্লী গ্রাম পত্রিকার সম্পাদক আব্দুস শুকুর, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি শাজাহান আলী, দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি তৌফিক হাসান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি এম মনিরুজ্জামান, দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি আব্দুল আলীম রিপন, আক্তারুজ্জামান জর্জ, অনলাইন নিউজ পোর্টাল এম টিভির ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর রহমান উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, ডিজিটাল উদ্ভাবনী মেলায় বিভিন্ন দপ্তরের ২২ টি স্টল করা হয়েছে। এই সকল স্টলের মাধ্যমে সাধারণ মানুষের সুবিধার্থে সেবা প্রদান করা হবে। এরমধ্যে রয়েছে, জন্মনিবন্ধন, কৃষি,স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও ভূমি সংক্রান্ত কিংবা জনবান্ধব গুরুত্বপূর্ণ সকল ধরনের পরামর্শ ও সেবা দেওয়া হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ