• বিনোদন

    ঈদে বিনোদন প্রেমীদের পদচারণায় মুখরিত মাওয়া পদ্মা নদীর পাড়

      প্রতিনিধি ৫ মে ২০২২ , ২:৩৬:১৯ প্রিন্ট সংস্করণ

    মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

    ঈদে বিনোদন প্রেমীদের পদচারণায় মুখরিত মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়া পুরাতন ঘাট। এই ঈদে বিনোদন প্রেমীদের নতুন স্পটে পরিণত হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত মঙ্গলবার বিকেলে ও বুধবার বিকেলে উৎসব মুখোর পরিবেশ ছিল এঘাট। ঈদের দিন নানা ব্যস্ততার কারণে অনেকেই ঘুরতে বের হতে পারেননি, তারাও আজ বেরিয়েছেন। প্রতিদিনই মাওয়া ঘাটে বিনোদন প্রেমীদের পদচারণা মুখোরিত হয়ে উঠে। ঈদ উপলক্ষে ঈদের দিন ও পরদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ছিল বিনোদন প্রেমীদের পদচারণায় মুখোরিত এ খানে আছে পদ্মা সেতু।

    বৃহত পদ্মানদীতে স্বপ্নের পদ্মাসেতু দৃশ্যমান দেখতে ঘুরতে আসা বিনোদন প্রেমী জাকির লস্কর বলেন, ঈদের ছুটি নিজেদের মত করে উপভোগ ঘুরতে বের হয়েছি। দৃশ্যমান এ সেতুটিতে স্ব-পরিবারে ঘুরে অনেক বিনোদন করলাম। অপর দিকে পদ্মা সেতুর উপরে প্রবাহিত ঠান্ডা বাতাস ও হালকা খাবার আমাদের দারুণ প্রিয়। তিনি আরো বলেন, কর্মজীবনে অন্য সময় ব্যস্ত থাকায় পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে এসে আমাদের অনেক ভালো লাগছে। আমাদের মত এই স্বপ্নের দৃশ্যমান পদ্মাসেতু ও পদ্মানদী দেখতে অনেক জেলার মানুষ ঈদ উপলক্ষে পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছে। আগামীতে এই অঞ্চলটি পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষনা করে তার যথাযথ ব্যবস্থা করার জন্য সরকারের কাছে দাবী জানাচ্ছি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ