• Uncategorized

    চট্টগ্রাম সন্দ্বীপ রহমতপুর ইউনিয়ন পরিষদে সরকারি ন্যায্য মূল্যের চাল আত্নসাধের অভিযোগ,উঠেছে। ,

      প্রতিনিধি ৪ এপ্রিল ২০২১ , ৩:৫৫:১৭ প্রিন্ট সংস্করণ

    সন্দীপ  রহমতপুর ইউনিয়ন পরিষদ থেকে ২৮/ ৩/২০২১/ তারিখে কিছু সস্ত্রাসীরা সন্দ্বীপ খাদ্য সংরক্ষণ অধিদপ্তর থেকে সরকারি ন্যায্য মূল্যের চাল ইউনিয়ন পরিষদে আসার কয়েক ঘন্টা পরে জিম্মি করে /৭/৮ বস্তা চাল নিয়ে যায় বলে জানা যায়।, সন্দ্বীপ খাদ্য সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা ও রহমতপুর ইউনিয়ন পরিষদ এর খাদ্য সংরক্ষণ অধিদপ্তর এর ভারপ্রাপ্ত ডিলার আব্দুল মতিন, এই সময় উপস্থিত ছিলেন পূর্ব রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুবক্কর ছিদ্দিক, সহ আরো অনেকে উপস্থিত খাদ্য সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা হাসেম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি সন্দ্বীপ খাদ্য সংরক্ষণ অধিদপ্তরের একজন কর্মকর্তা,

    রহমতপুর ইউনিয়ন পরিষদ এর খাদ্য সংরক্ষণ অধিদপ্তরের ডিলার আকবর মাহমুদ ওনার জরুরী কাজে অনুপস্থিত থাকার কারণে আজিমপুর ইউনিয়ন পরিষদ এর খাদ্য সংরক্ষণ অধিদপ্তরের ডিলার আব্দুল মতিন কে ভারপ্রাপ্ত ডিলার হিসাবে রহমতপুর ইউনিয়ন পরিষদ এর জনগণের মাঝে ন্যায্য মূল্যের চাল বিতরনের দ্বায়িত্ব দেয়া হয়। আব্দুল মতিন রহমতপুর ইউনিয়ন পরিষদে চাল বিতরণ করতে যেতে সংকোচ মনে করেন বলে জানালে, আমি ওনার সাথে যায়। ইউনিয়ন পরিষদে যাওয়ার পরে ৫/৬ জন কে ন্যায্য মূল্যের চাল বিতরণের সময় ইতিমধ্যে, স্থানীয় কিছু লোকাল সস্ত্রাসী এসে উপস্থিত হয়, ওরা এসে আমাদের সাথে খারাপ আচার-আচরণ করে,আমাদের চেয়ার থেকে ওঠিয়ে দিয়ে তারা চেয়ারে বসে, কয়েকজন মিলে চাউল বের করে নেয়, এই সময় আমরা বাঁধা প্রধান করলে আমাদের সাথে খারাপ ব্যবহার করে এবং মার ধরের হুমকি দেয়, আমি ওদের কাউকে চিনতে পারিনি, ওরা যাওয়ার পরে উপস্থিত এলাকাবাসীর কাছে তাদের কয়েক জনের নাম জানতে পারি, ওরা ছিল # পারভেজ, সালাউদ্দিন, রুবেল, টাইগার, সহ আরো ৭/৮/ জন । ভারপ্রাপ্ত ডিলার আব্দুল মতিনের সাথে থাকা একজন তাদের ছবি তোলে পেলে, পরে ছবি তোলার বিষয়টি তারা জানতে পারলে,মোবাইল ফোন নিয়ে নেওয়ার জন্য পারভেজ ও রুবেল, আমাদের উপর আক্রমন করে, জোরজবরদস্ত করে মারধরের হুমকি দেয়, কিছুক্ষন পরে জোর পূর্বক মোবাইল ফোন চিনিয়ে নিয়ে পালিয়ে যায়, বিষয়টি সন্দ্বীপ থানায় জানানো হলে পুলিশ ফোর্স আসার আগে পালিলে যায়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ