• Uncategorized

    নান্দাইলে অলৌকিকভাবে রক্ষা পেলেন এমপি তুহিন-তবে ধারনা নাশকতা

      প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি ২০২১ , ৫:০৮:৪৯ প্রিন্ট সংস্করণ

    ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের টানা দুইবারের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন শুক্রবার বিকালে নির্বাচনী এলাকার একটি অনুষ্ঠান থেকে ফিরার পথে অল্পের জন্য প্রাণরক্ষা পেলেন তিনি। তবে এ ঘটনাটিকে তিনি নাশকতা বলে অভিযোগ করেন।

    সংসদ সদস্য আরও বলেন, গাড়িটি যেখানে রাখা হয়েছিল সেখানে কোনো দুর্বৃত্তরা পরিকল্পনা করেই গাড়ির চাকার নাট-বল্টু পূর্ব থেকেই খোলে রাখতে পারে। কারন তিনি বসামাত্রই গাড়িটি দুর্ঘটনায় কবলিত হয়।

    স্থানীয় সূত্রে জানাগেছে, সংসদ সদস্য সকাল থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহন, ইসলামী সভায় যোগদান ও নান্দাইল পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়েছেন। পরে দুপুরে তিনি নিজ নির্বাচনী এলাকার মোয়াজ্জেমপুর ইউনিয়নের প্রবীণ ব্যক্তি মরহুম সৈয়দ ইকবাল হোসেনের কুলখানি অনুষ্ঠানে যোগদান করেন।

    এ সময় তার ব্যবহৃত গাড়িটি পাশের বুড়া পীরের মাজারের ভিতর রাখেন। সেখান থেকে গাড়িতে উঠে সামনের আসনে বসেন তিনি। চালক গাড়ি চালু করে কিছুদূর যেতেই হঠাৎ বিকট শব্দে তিনি যে আসনে বসে ছিলেন সেই আসনের নিচের চাকাটি খোলে গিয়ে পাশের একটি পুকুরে পড়ে যায়। সেই সাথে গাড়িটি কাত হয়ে গেলেও অলৈৗকিকভাবে ওই চাকার লোহার অংশটুকু সড়কে দেবে পড়ে।

    এতে তাৎনিক রক্ষা পান এমপি। এ ঘটনার খবর পেয়ে দ্রুত ছুটে যায় এলাকার লোকজন। তাঁরা এমপি তুহিনের খোঁজ খবর নেন এবং আল্লার কাছে শুকরিয়া আদায় করেন। সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকেও এমপি তুহিনের জন্য শুকরিয়া আদায় করেন দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের লোকজন।

    নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান আকন্দ জানান, খুবই দুঃখজনক ঘটনা। এ বিষয়ে ওই স্থানে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে কারা ওই সময় কারা গাড়ির আশপাশে ছিল।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    হরিপুরে যথাযথ মর্যাদায় সুবর্ণ জয়ন্তী পালন

    <tg>Azərbaycanda Mərc Oyunları Şirkəti  Baxış Və Rəylər</tg

    Azərbaycanda Mərc Oyunları Şirkəti Baxış Və Rəylər

    পোরশা নিতপুর গ্রাম আদালতে ঝুলন্ত মরদেহ

    মাধবপুর ফেন্সিডিলসহ কালেজ ছাত্র আটক

    পটুয়াখালীর লোহালীয়া নদীতে ব্রীজের নির্মান কাজ বর্ধিত সময় সম্পন্ন করার তাগিদ। মু,হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ  পটুয়াখালী জেলার লোহালীয়া নদীর উপর নির্মানাধীন ব্রীজের ১৪টি স্প্যান বিশিস্ট ৫৭৬.২৫ মিটার দীর্ঘ পিসি গার্ডার ব্রীজের অসমাপ্ত নির্মান কাজ বর্ধিত সময় ২০২১ সনের জুন মাসের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিস্ট ঠিকাদারকে তাগিদ দিলেন  ২৩ আগস্ট রবিবার সকালে ব্রীজ পরিদর্শনে আসা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব ও পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠানের সদস্য মোঃ জাকির হোসেন আকন্দ।  এ সময় সচিব জাকির হোসেন আকন্দ উপস্থিত সাংবাদিকদের বলেন, মহামারি করেনা ও দুর্যোগপুর্ন আবহাওয়ার কারনে ব্রীজ নির্মানের  নির্ধারিত সময় ডিসেম্বর মাসে কাজ সম্পন্ন করার সময় বেধে দেয়া হয়েছিল। কিন্তু করেনা ও ঝড়, বৃষ্টির কারনে ব্রীজের কাজ ব্যহত হয়। এ কারনে ব্রীজ নির্মানের কাজ সম্পন্ন করার জন্য ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স নবারুন ট্রেডার্স এন্ড আবুল কালাম আজাদ (JV) কে বলা হয়েছে।  এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, প্রকল্প পরিচালক মোল্লা মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) জি এম সরফরাজ, এলজিইডি পটুয়াখালীর নিরবাহী প্রকৌশলী মোঃ আবদুস সত্তার, সিনিয়ার সহকারী প্রকৌশলী যুগল কৃষ্ণ মন্ডল, উপ সহকারী প্রকৌশলী মোঃ কামাল হোসেন, উপ সহকারী প্রকৌশলী  মোঃ মইনুল ইসলাম প্রমুখ। এর আগে সচিব মোঃ জাকির হোসেন আকন্দ মুজিব জন্ম শত বর্ষ উপলক্ষে এলজিইডি কার্যালয়ের সামনে বকুল ফুল গাছের চারা রোওন করেন।  প্রকাশ উক্ত ব্রীজটি নির্মানে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৩ কোটি টাকা, চুক্তি মূল্য ৪৭.১৯ কোটি টাকা। এ ব্রীজটি নির্মান হলে জেলার বাউফল, দশমিনা, গলাচিপা ও ভোলা জেলার সাথে যেগাযোগে সহজ হবে এবং অর্থনৈতিকভাবে লাভবান হবে হাজার হাজার মানুষ।এমনটাই আশা করছেন স্থানীয় জনসাধারণ।

    ছাত্রলীগ নেতার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়ার মাহফিল