• Uncategorized

    “কষ্ট”-লেখকঃ শিহাব আহম্মেদ

      প্রতিনিধি ৮ অক্টোবর ২০২০ , ৫:২৩:১১ প্রিন্ট সংস্করণ

    কবিতাঃ কষ্ট
    লেখকঃ শিহাব আহম্মেদ

    এত কষ্ট কষ্ট লাগে কেন অন্তরে,
    যেন কান্নার কবিতা, তবু হাসতে হাসতে কাঁদি,
    আমি ভুল করে আঁকি ব্যাথার ছবিটা।

    পাবো হায় সুখের দেখা কি,
    নিঃসঙ্গ এই আমি একা কি।
    কেউ জানে কি,কেউ জানে কি,
    কতটাই আমি,আজ একা কি!

    কি ঝড়ে পরেছি,একাকি মরেছি,
    গিয়েছি ভেঙ্গেচুরে,পৃথিবী জানে না।
    হৃদয় ও মানে না,হয়েছি ভব ঘুরে।
    পাবো হায়,সুখের দেখা কি
    নিঃসঙ্গ এই আমি একা কি।

    চিতারই মত যে বুকেরই ক্ষত যে,
    কেবলই জ্বলেপুড়ে যে ছিল আমারি।
    সে হোল ফেরারি হারলো বহু দূরে।

    আরও খবর

    পটুয়াখালী জেলা প্রশাসকের সাথে জেলা প্রেসক্লাব পটুয়াখালী নবনির্বাচিত কমিটির সৌজন্যে সাক্ষাৎ!

    সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা প্রত্যাহার প্রত্যাহারের ও মুক্তির দাবিতে শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন

    মাই টিভির বর্ষসেরা প্রতিনিধি মোহাম্মদ মোক্তার হোসেন কে সংবর্ধনা

    পটুয়াখালীর প্রবীন সাংবাদিক চ্যানেল আই’র এনায়েতুর রহমানের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে ছোট ভাইয়ের সংবাদ সম্মেলন।

    প্রধানমন্ত্রী ঘর পাবে ভূমিহীন ১৭৯০ টি পরিবার

    সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা খোন্দকার ওবায়দুল্লাহ (ছাওমিয়া) স্মৃতি স্বরণে ব্যাডমিন্টন টুনামেন্ট ২০২১ অনুষ্ঠিত

                       

    জনপ্রিয় সংবাদ