• Uncategorized

    মতলব উত্তরে স্বাক্ষর জাল করে ভাইয়ের ২১ লাখ টাকা বোনের  উত্তোলন, দুলাভাই আটক- ১

      প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২০ , ১২:০৬:৩৩ প্রিন্ট সংস্করণ

     

    মো.তুহিন ফয়েজ:

    মতলব উত্তরে স্বাক্ষর জাল করে মায়ের অ্যাকাউন্ট থেকে ভাইয়ের ২১ লাখ টাকা  বোনের  উত্তোলন ৷ অভিযোগে দুলাভাই  আটক ১ 

    জানা যায় মতলব উত্তর উপজেলার  ফরাযীকান্দি ইউনিয়নের তফাদার পাড়ার সিরাজুল আলী প্রধানের ছেলে দ্বীন ইসলাম ১২ বছর পূর্বে  লিবিয়া জান  দুই বছর পর দেশে  ফিরে এসে পুনরায় সৌদি আরব যান। সেখানে থেকে ১০ বছরে ২১ লাখ টাকা পাঠিয়েছেন তার মা সূর্যবান বেগমের অ্যাকাউন্টে।তার মায়ের চেকবই চুরি করে স্বাক্ষর জাল করার মাধ্যমে তার আপন বোন হেলেনা আক্তার কল্পনা ওই অ্যাকাউন্ট থেকে ২১ লাখ টাকা হাতিয়ে নিয়ে ঢাকার সাভারে নিজের ও স্বামী আবুল কালাম আজাদের নামে বাড়ি করেছেন।

    শুধু তাই নয় তাদের দলিলপত্র দিয়েও একটি এনজিও থেকে ১০ লাখ টাকা লোন এবং স্থানীয় আরও কয়েকজনের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে উধাও হয়ে যায় হেলেনা আক্তার কল্পনা ও তার স্বামী। দ্বীন ইসলাম দেশে ফিরে জমি কিনবেন, ঘর করবেন এবং বিয়ে করার প্রস্তুতি নিয়ে সম্প্রতি দেশে ফিরেন। দেশে এসে তার মাকে নিয়ে টাকা তুলতে সোনালি ব্যাংক ফরাযীকান্দি শাখায় গিয়ে দেখেন অ্যাকাউন্টে মাত্র সাত হাজার টাকা আছে।

    এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।সূর্যবান বেগম বলেন, আমার অ্যাকাউন্ট (১৫০৩২৩৪০৩৬০৭৬) থেকে আমার ছেলে বিদেশ যাওয়ার পর থেকে কোনও টাকা উত্তোলন করিনি। আমার চেক বই চুরি করে নিয়ে আমার মেয়ে হেলেনা আক্তার কল্পনা স্বাক্ষর জাল করে টাকাগুলো তুলে নিয়ে গেছে।

    প্রবাসী দ্বীন ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমরা প্রবাস থেকে টাকা রোজগার করে দেশে পাঠাই। আমাদের টাকার যদি নিরাপত্তা না থাকে তাহলে তো আমাদের দেশে টাকা পাঠানোর কোনও দরকার নেই। এভাবে ব্যাংক থেকে স্বাক্ষর জাল করে টাকা উত্তোলন হলে তো দেশের মানুষ ফকির হয়ে যাবে। টাকা চুরি করার জন্য সে আমার মায়ের জাতীয় পরিচয়পত্রও জাল করেছে। আমি নিজেও লজ্জিত আমার বোন হয়ে সে এমন জঘন্য কাজটি করতে পারলো।

    আর ব্যাংক কর্মকর্তারা কিভাবে তাকে সাহায্য করলেন? আমি সরকারের কাছে সঠিক তদন্তপূর্বক আমার টাকার সুব্যবস্থা কামনা করছি।

    সোনালী ব্যাংক ফরাযীকান্দি শাখার ব্যবস্থাপক মো. মোস্তফা পাটোয়ারী বলেন, কোনও লেনদেনে আমাদের যোগসাজস থাকে না। অ্যাকাউন্ট হোল্ডারের স্বাক্ষর ‘সূর্যবান’  এর জায়গায় ‘সূর্যবানু’ হল কি করে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বাক্ষর ৮০% মিললেই টাকা দিয়ে দেই। তিনি বলেন, যাই হয়েছে আইনের মাধ্যমে শেষ হবে।

    এদিকে  গোপন সংবাদের  ভিক্তিতে মতলব উত্তর থানার এসআই ইব্রাহীম তার সংগীয় ফোর্স নিয়ে প্রবাসী দ্বীন ইসলামের বোন হেলেনা আক্তার কল্পনার স্বামী আবুল কালাম  আজাদকে  ২৯ সেপ্টেম্বর ঢাকা ইয়ারপোর্ট এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ ৷

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ