• Uncategorized

    জীবননগর পৌরসভার উদ্যোগে সরকার ঘোষিত বিভিন্ন ভাতার বই প্রদান।

      প্রতিনিধি ২৩ জুলাই ২০২০ , ৫:১১:৪৫ প্রিন্ট সংস্করণ

    মো:রাশেদুল  ইসলাম(রাশেদ)-চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধিঃ

    চুয়াডাঙ্গা  জেলার জীবননগর উপজেলার জীবননগর পৌরসভার উদ্যোগে সরকার ঘোষিত বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার বই তুলে দেন  জীবননগর পৌরসভার সুযোগ্য মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

    বিশেষ সূত্র থেকে জানা যায়, সরকার ঘোষিত বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রয়োজন অনুসারে ভুক্তভোগীদের মধ্যে বন্টনে নির্দেশ আসে। এরই ধারাবাহিকতায় জীবননগর পৌরসভার সুযোগ্য মেয়র মোঃ জাহাঙ্গীর আলম বিভিন্ন ভুক্তভোগী মানুষের মধ্যে এই ভাতার বই তুলে দেন। আর এ সময় উপস্থিত ছিলেন জীবননগর নয়টি ওয়ার্ডের কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর বৃন্দ।

    আর এই বিষয়ে মোঃ জাহাঙ্গীর আলম বলেন, সরকার ঘোষিত যে বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতা ভুক্তভোগীদের মধ্য বণ্টনের জন্য বরাদ্দ দেওয়া হয় তা আমরা প্রতিটি ওয়ার্ড থেকে সেই সাথে ওয়ার্ড কাউন্সিলরদের সহযোগিতায় সঠিক অনুসন্ধানের মাধ্যমে ভুক্তভোগী খুঁজে বের করি এবং  পরবর্তীতে আমরা  স্বচ্ছতার সাথে তাদের হাতে ভাতার বই তুলে দিই।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ