• Uncategorized

    সুন্দরগঞ্জ উপজেলায় MSF নিয়ে সারাদিন ব্যাপি ফ্রী চিকিৎসা ক্যাম্পেইন অায়োজন।

      প্রতিনিধি ১ অক্টোবর ২০২০ , ১:১৬:৫০ প্রিন্ট সংস্করণ

    MSF-News Rome:

    মানুষের জন্য মানবতা, মানবতার জন্যই মানুষ এই স্লোহান কে সামনে রেখেই মানব স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন’র এর পথচলা, সুন্দরগঞ্জ উপজেলায় MSF নিয়ে সারাদিন ব্যাপি ফ্রী চিকিৎসা ক্যাম্পেইন অায়োজন করা হয়, মানব স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন (MSF) এর গাইবান্ধা জেলায়, সুন্দরগঞ্জ উপজেলায়, রামজীবন ইসলামিয়া দাখিল মাদ্রসা প্রাঙ্গনে MSFএর নিয়ে সকাল থেকে শুরু করে বিকেল সারাদিন যাবৎ ব্যাপি ফ্রী চিকিৎসা ক্যাম্পেইন চলে।

    মানব স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন (MSF) নিয়ে রংপুর বিভাগীয় প্রধান ডাঃ বিদ্যুৎ চন্দ্র বর্মন এর পরিচালনায় ও গাইবান্ধা জেলা (MSF) এর সভাপতি মোঃ অাবু হাসান ও গাইবান্ধা জেলা সাধারণ সম্পাদক সহ রংপুর বিভাগের সকল MSF-এর সদস্যদের সার্বিক সহযোগীতা ও ব্যবস্থাপনায় রংপুরে সারাদিন ব্যাপি ফ্রী চিকিৎসা দিয়ে থাকেন তারা গ্রামের সকল প্রকার অসহায়,পথচারী,দরিদ্র, দুরুস্থ, বৃদ্ধ  চিকিৎসা পায় না এমন মানুষের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন।

    মানব স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন (MSF) নিয়ে রংপুর বিভাগীয় প্রধান ডাঃ বিদ্যুৎ চন্দ্র বর্মন বলেন রংপুর বিভাগে অামরা মানুষের মাঝে মধ্যেই ফ্রী চিকিৎসা ক্যাম্পেইন করে থাকি এবং সেই ফ্রি ক্যাম্প করে থাকি নিস্বার্থ ভাবে অামরা মানুষের পাশে অাগেও ছিলাম ভবিষ্যৎ কালে থাকবো এবং সাস্থ্য সেবা দিয়ে যাবো।

    মানব স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন (MSF) এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাংবাদিক ও লেখকঃ শিহাব অাহম্মেদ প্রাং বলেন অামরা এই করোনা ভাইরাস সময়েও বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম করে যাচ্ছি এবং অাগামী দিনগুলো যেনো অামরা অামাদের সেবামুলক কাজ গুলো করে যেতে পারি এবং মানব স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন রংপুর বিভাগের সকল সদস্য বৃন্দগণকে তার পক্ষ থেকে ধন্যবাদ জানান এবং দেশের সকল MSF সদস্যর জন্য দোয়া করেন এবং বাংলাদেশের মধ্যে যেনো স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে ১নং স্থানে থাকবে বলে অাশা ব্যক্ত করেন দেশের সকল মানুষের মুখে MSF নাম টা যেনো পরিচিত এবং জানা থাকে।

    মানব স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন (MSF) সভাপতি ডাঃ অামজাদ সরকার রংপুর বিভাগের সভাপতি বিদ্যুৎ চন্দ্র বর্মন কে তার পক্ষ থেকে ধন্যবাদ জানায় এবং তিনি বলেন বাংলাদেশর মধ্যে সম্পূর্ণ একটি অরাজনৈতিক অাত্বমানবতা মূলক সংগঠন অামাদের অামরা অসহায়ত্ব,দরিদ্র,পথচারী মানুষের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন কার্যক্রম গুলো করে থাকি তবে অামরা এখনোও মানুষের জন্য নিস্বার্থভাবে কাজ করে যাচ্ছি অাগামী দিনেও অামরা মানুষের পাশে থেকে অামাদের সকল সদস্য বৃন্দদের নিয়ে সেবামূলক কাজ করে যেতে চাই।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ