• ঢাকা বিভাগ

    ৩১শে মার্চ ঢাকায় জাতীয় মহাসমাবেশ

      প্রতিনিধি ২৬ ফেব্রুয়ারি ২০২২ , ২:৩৫:১৬ প্রিন্ট সংস্করণ

    আহমাদুল্লাহ হাবিবী-স্টাফ রিপোর্টার:

    আজ:২৬/০২/২২ইং,রোজ: শনিবার ঐতিহাসিক চরমোনাই মাহফিলের(ফাল্গুন) ২য় দিনে সকাল: ১০টা হতে “ইসলামী আন্দোলন বাংলাদেশের” উদ্যোগে আয়োজিত “ওলামা-মাশায়েখ সম্মেলনে”বক্তব্য রাখেন সারা দেশ হতে আগত জাতির বিবেক হযরত ওলামায়ে কেরামগন শিক্ষাবিদ সাবেক সচিব, সাবেক মেজর, সাবেক সাংসদ সহ “ইসলামী আন্দোলন বাংলাদেশের”কেন্দ্রীয় নেতৃবৃন্দ,

    দলের আমীর: হযরত মাওঃ মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম,পীর সাহেব চরমোনাই আহুত সংসদে ২৫ ঊর্ধ্বদের মদ সেবনের অনুমতি দেয়া ও ১০০জন মিলে মদের বারের লাইসেন্স দেয়ার আইন বাতিল এবং কাদিয়ানীদের অমুসলিম ঘোষণাও পাঠ্যপুস্তক হতে ইসলামী শিক্ষা উঠিয়ে দেওয়ার ষড়যন্ত্র নস্যাতের দাবিতে আগামী:৩১শে মার্চ ঢাকায়
    “ঐতিহাসিক জাতীয় মহাসমাবেশ” এর ঘোষণা করেন, পীর সাহেব চরমোনাই তার বক্তব্যে বলেন, মদকে ইসলামে হারাম ঘোষণা দেওয়া হয়েছে, মুসলমানদের জন্য কখনো সেটা বৈধ হতে পারে না।তাছাড়া ৯২%মুসলমানের দেশে কখনো এ আইন মেনে নেয়া যায় না।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ