• Uncategorized

    আদমজী ইপিজেডের সামনে শ্রমিকদের অবস্থান, যানচলাচল বন্ধ 

      প্রতিনিধি ৯ জানুয়ারি ২০২১ , ৪:২৫:৩১ প্রিন্ট সংস্করণ

    আদমজী ইপিজেডের সামনে শ্রমিকদের অবস্থান, যানচলাচল বন্ধ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ইপিজেড-নারায়ণগঞ্জ সড়কের আদমজী ইপিজেড গেইটের সামনে অবস্থান নিয়েছেন শ্রমিকরা।

    শনিবার সকাল ৮টা থেকে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক। এতে করে সড়কের উভয়পাশে কয়েক কিলোমিটার পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়। ফলে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

    পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান,‘আদমজী ইপিজেডের ওই কোম্পানি গত বছরের ১০ আগস্ট দুই দিনের ছুটি ঘোষণা করে কারখানা বন্ধ করে দেয়। বন্ধ করার পরও শ্রমিকদের ৩ থেকে ৪ হাজার টাকা করে বেতন পরিশোধ করে আসছিল মালিকপক্ষ। এর ধারবাহিকতায় ৭ জানুয়ারি বেতন দেওয়ার তারিখ দেওয়া হয় শ্রমিকদের। কিন্তু বৃহস্পতিবার সকালে মালিকপক্ষ বেতন পরিশোধ না করায় শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ শুরু করে।

    সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান পিপিএম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বেপজা ও শিল্প পুলিশ কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা করছে। কারখানা কর্তৃপক্ষ বলেছে ১৮ জানুয়ারি ১ মাসের বেতন পরিশোধ করবে। কিন্তু শ্রমিকরা মানছেন না।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ