• দুর্ঘটনা

    সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল-২ এসএসসি পরীক্ষাথীর

      প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২২ , ২:০৩:৩৩ প্রিন্ট সংস্করণ

    আহমাদুল্লাহ হাবিবী-স্টাফ রিপোর্টারঃ

    নাটোরের সিংড়ায় বাসচাপায় মোটরসাইকেল চালক ও দুই বন্ধু নিহত হয়েছে।নাটোর-বগুড়া মহাসড়কের নিংগইন এলাকায় রোববার দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ১৬ বছরের বাপ্পি ইসলাম উপজেলার চকপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ও ১৮ বছরের শহিদুল ইসলাম তেমুক নওদাপাড়া গ্রামের আরব আলীর ছেলে।

    তারা দুজনেরই এ বছর চকপুর বিলভরট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল।
    গনমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন ঝলমলিয়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক রেজওয়ানুল ইসলাম। প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, বাপ্পি ও শহিদুল মোটরসাইকেলে করে সিংড়ার পৌর এলাকার দিকে যাচ্ছিল। পথে নিংগইন শুঁটকি চাতাল এলাকায় পৌঁছলে বিপরীতমুখী মুক্ত বলাকা নামের একটি বাস তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের চালক বাপ্পি ঘটনাস্থলেই মারা যায়।

    পেছনে থাকা শহিদুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়।পরিদর্শক রেজওয়ানুল ইসলাম বলেন,ঘটনার পর বাস রেখেই চালক ও তার সহকারী পালিয়েছে। পুলিশ বাসটি জব্দ করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দুটি ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ