• আমার দেশ

    সুজানগরে কৃষি প্রযুক্তি ভান্ডার শীর্ষক প্রশিক্ষণ

      প্রতিনিধি ১৪ জুন ২০২৩ , ৮:০৫:১৫ প্রিন্ট সংস্করণ

    এম মনিরুজ্জামান পাবনা

    উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, গাজীপুর বিএআরআই কৃষি পরিসংখ্যান এবং আইসিটি বিভাগের অর্থায়নে,ই- গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়নের আওতায় বারি মোবাইল অ্যাপস্ “কৃষি প্রযুক্তি ভান্ডার” শীর্ষক বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পাবনার সুজানগর উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের কৃষি প্রযুক্তি ভান্ডার শীর্ষক বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা সাইফুল ইসলাম। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলামের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহে আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, পাবনা খামারবাড়ির অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) রোকনুজ্জামান, বৈজ্ঞানিক কর্মকর্তা নুর মোহাম্মদ, মোহাম্মদ রাসেল।এ উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইদুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে কৃষি তথ্য জানতে অনলাইন এ যেকোন ব্রাউজারে bariteehnology.org/crpt হোম পেইজে নাম ও মোবাইল নম্বর দিয়ে জেলা বাছাই করলে ঐ জেলার সকল শস্য বিন্যাস দেখা যায়।প্রয়োজনীয় শস্য বিন্যাসেটির radio button এ ক্লিক করলে শস্য বিন্যাসের নামসহ নিকটস্থ বিজ্ঞানীর ঠিকানা পাওয়া যাবে। অতপর download এ ক্লিক করলে বারি কর্তৃক উদ্ভাবিত স্থান ভিত্তিক শস্য বিন্যাসের তথ্য এই সেবার মাধ্যমে পাওয়া যায়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ