• Uncategorized

    হাঁড়িভাঙ্গা আম নিয়ে দূরচিন্তা কাটছে না রংপুর অঞ্চলের চাষিদের

      প্রতিনিধি ৯ মে ২০২১ , ১২:২৬:০৭ প্রিন্ট সংস্করণ

    নুর হোসেন-রংপুর প্রতিনিধিঃ

    এ বছর প্রচুর হাঁড়িভাঙ্গা আম ধরেছ গাছে
    করোনা ভাইরাসের কারণে গত বছর লোকসানের মুখে পারেছিল আম চাষিরা চলতি মৌসুমে একই অবস্থায় পড়েছে বাগান মালিকরা। চলতি মৌসুমে কালবৈশাখী ঝড়ে কিছুটা হ্মতি হয়েছে হাঁড়িভাঙ্গা আমের। এতে বাগান মালিকরা লোকসানে আশঙ্কা করছে শনিবার দুপুরে রংপুরের মিঠাপুকুরের কিছু বাগানে ঘুরে দেখা যায়, হাঁড়িভাঙ্গা আমের বাগানের মালিক রা বাগানের পরিচযা করে ব্যাস্ত সময় পার করছে।এই সময় সোহেল নামের এক আম বাগান মালিকের সাথে কথা হয় তিনি বলে প্রতিকূল অবস্থার মধ্যেও ভালো ফলনের আশা করছে আম চাষিরা।

    আগামী ১৫ থেকে ২০ জুনের মধে বাজারে আসবে হাঁড়িভাঙ্গা প্রতিবছর রংপুরের চাহিদা পুরণ করে বাহিরের জেলাগুলতে আম বিক্রিয়। এবছর আম উৎপাদন লহ্ম্যমাএা ধরা হয়েছে ৫২ হাজার ১৯৮ মেট্রিক টন। মৌসুমে প্রথম দিকে হাঁড়িভাঙ্গা আমের দাম ৬০থেকে১২০ টাকায় বিক্রিয় হয়। তবে ভালো দামের আশা করছে আম চাষিররা কিন্তু করোনা ভাইরাসের কারনে দূরচিন্তা কাটছে না আম চাষিরের যদি তারা ভালো ভাবে আম বাজার জাত করতপ না পারে তাহলে তাদের অনেক লছের শিখার হতে হবে এজন্য রংপুর অঞ্চলের আম চাষিরা দূর চিন্তা কাটছে না।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ