• রাজশাহী বিভাগ

    সিরাজগঞ্জে নতুন করে ১৬৮ জনের করোনা শনাক্ত

      প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২২ , ৪:৩৯:০১ প্রিন্ট সংস্করণ

    মোঃ লুৎফর রহমান লিটন-সলংগা সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জে করোনা ভাইরাস শনাক্তের সংখ্যা বাড়ছেই। গত ৪৮ ঘন্টায় নারীসহ আরো ১৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এখন নারীসহ প্রায় ১৬’শ ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছে।সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ হুমায়ন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার ও মঙ্গলবার শহীদ এম মনসুর আলী হাসপাতালে ৪৯১ জনের নমুনা পরিক্ষা করা হয়। এরমধ্যে ১৩ নারীসহ ১৬৮ জনের করোনা রিপোর্ট পজেটিভ আসে। তাদেরকে হোম করোন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। এরমধ্যে জেলা সদরে করোনা আক্রান্তের সংখ্যা বেশি।

    সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ২ নারীসহ ১৪ জন এখন ভর্তি রয়েছেন। এ নিয়ে আতংকের কোন কারণ নেই। এদিকে জেলা প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন, স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য ভ্রাম্যমান আদালত পরিচালনাসহ কঠোর ব্যাবস্থা অব্যাহত রয়েছে। তবে হাট বাজারসহ বিভিন্ন স্থানে একেবারেই স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না বলে তিনি স্বীকার করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ