• রাজশাহী বিভাগ

    সিংড়ায় শ্বশুরের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ

      প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২২ , ৬:৩২:৪২ প্রিন্ট সংস্করণ

    মোস্তফা প্রামানিক-সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ

    নাটোরের সিংড়ায় বিনগ্রাম বাজারে জামাইয়ের মোবাইল ফোন ও টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে শশুরের বিরুদ্ধে।
    শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬.৩০ মিনিটে উপজেলার ইটালী ইউনিয়নের বিনগ্রাম বাজারে জান্নাত কপি হাউস এ নিজের শশুর নিজ জামাইয়ের মোবাইল ফোন ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।এতে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়,

    সিংড়া উপজেলার ১২ নং রামানন্দ খাজুরা ইউনিয়নের বিনগ্রাম কানুপুকুর গ্রামের পেশাদার চোর সামছুল তাহার নিজ দুই ছেলে আনোয়ার ও সোহাগ কে নিয়ে তাহার জামাই ০১ নং সুকাশ ইউনিয়ন বিনাহার গ্রামের মৃত আবু বক্কার সিদ্দিক এর ছেলে মোঃ বাইজিদ এর হাতে মোটা অংকের টাকা দেখে জান্নাত কফি হাউস এর ভিতরে ডুকে দেশীও অস্ত্রের মুখে জিম্মি করে সামছুল তাহার জামাইকে কিল ঘুষি মারতে মারতে একপর্যায়ে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে একটি এন্ড্রয়েডের মোবাইল ফোন,দুইটি সিমকার্ড,একটি মানিব্যাগ সহ মানিব্যাগ এ মোটা অংকের টাকা ছিনতাই করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

    এবিষয়ে আশেপাশের লোকজন ও দোকানদাররা নানা কায়দা কৌশলে মোবাইল ফোন উদ্ধার করেছে,কিন্ত মোটা অংকের টাকা সহ এখনো মানিব্যাগ উদ্ধার করতে পারে নাই স্থানীয়রা।এলাকাবাসী আরো বলেন,সামছুল সে পেশাদার একজন চোর,তার দ্বারা এমন কাজ হওয়া স্বাভাবিক।এর আগেও গ্রামে এই সামছুল এর বিরুদ্ধে অনেক চুরি ও রোড ডাকাতি র বিচার করা হয়েছে।আমাদের দাবি দ্রুত এই চোরের সঠিক বিচার যেন করা হয়।

    যেন এমন চুরি ও ছিনতাই জীবনে কখনও করার সাহস না পায়।বিনগ্রাম গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন দেলু বলেন, মোবাইল ফোন উদ্ধার করে সামছুল এর জামাই বাইজিদ এর হাতে লোকজন এর সামনে মোবাইল দিয়ে দেওয়া হয়েছে।মোটা অংকের টাকা সহ মানিব্যাগ এখনো উদ্ধার হয় নাই।এবিষয়ে দ্রুত সমাধান করার চেষ্টা করতেছি।সিংড়া থানা পুলিশ বলেন,লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ