• Uncategorized

    সংবাদ পত্র আইন যেটা অবশ্যই আপনাদের মানতে হবে-“দৈনিক অালোকিত ৭১ সংবাদ”

      প্রতিনিধি ৮ জানুয়ারি ২০২১ , ৭:০২:২৭ প্রিন্ট সংস্করণ

    সংবাদ পত্র আইন যেটা অবশ্যই আপনাদের মানতে হবে সম্পাদক ও প্রকাশক “দৈনিক অালোকিত ৭১ সংবাদ” পরিবারের পক্ষ থেকে বলছি সংবাদ পত্র আইন উপমহাদেশে সংবাদ পত্র সম্পর্কিত প্রথম রেগুলেশন জারি হয় ১৭৯৯ সালে গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলির শাসনামলে ওই রেগুলেশনে বলা হয় যে সকল 

    সংবাদ পত্রে তিনজনের নাম অবশ্যই থাকতে হবে যথা মুদ্রাকর প্রকাশক ও সম্পাদক ১৮২৩ সালে গভর্নর জেনারেল এডামসের এক অধ্যাদেশ বলে সংবাদ পত্রে লাইসেন্স প্রথা প্রবর্তিত হয় ১৮৩৫ সালে লাইসেন্স প্রথা রদ হলে ১৮৫৭ সালে পুনরায় তা চালু হয় অত:পর ১৮৬০ সালে জারি হয়।

    পেনাল কোড বা দন্ডবিধি আইন মানহানি ও অশ্লীলতার বিষয় এ আইনে স্থান পায় ১৮৭০ সালে তাতে রাষ্ট্রদ্রেহি তার বিষয় ও যুক্ত হয় ১৮৯৮ সালে শ্রেণি শত্রুতা সৃষ্টির অপরাধের বিষয় এ আইনে সন্নিবেশিত হয় ১৮৬৭ সালে প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অব বুকস অ্যাক্ট পাস হয়।

    এ আইনে সকল সংবাদ পত্র এবং পুস্তকের কপি নিবন্ধীকরণ ও সংরক্ষনের ব্যবস্থা করা হয় ১৮৭৮ সালে পাস হয় ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এ আইনে সরকার রাষ্ট্রদ্রোহি তামূলক সকল লেখার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অধিকার লাভ করে ১৮৯৮ সালে ক্রিমিনাল প্রসিডিওর কোড বা ফৌজদারি কার্যবিধি জারি হয়।

    এ আইনের কতিপয় ধারা সংবাদ পত্রকে স্পর্শ করে ১৯০৮ সালে নিউজপেপার ইনসাইটমেন্ট টু অফেন্সস অ্যাক্টপাস হয় হিংসাত্নক রচনা প্রকাশিত হলে কাগজ সীজ করার ক্ষমতা এ আইনে ম্যাজিস্ট্রেটকে দেওয়া হয় ১৯১০ সালে পাস হয় প্রেস অ্যাক্ট রাষ্ট্রদ্রোহিতা হত্যা প্রভৃতি অপরাধে উদ্দীপনা সৃষ্টিকারী

    কোনো লেখা প্রকাশিত হলে সংশ্লিষ্ট ছাপাখানাকে তা জমা দিতে আদেশ দেয়ার অধিকার এই আইন সরকারকে দেয় ১৯২২ সালে প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অব বুকস অ্যাষ্ট দি কাস্টমস অ্যাষ্ট এবং পোষ্ট অফিস অ্যাষ্ট সংশোধন করা হয়।

    ওই বছর ১৯০৮ ও ১৯১০ সালের আইনে দুটি রদ করা হয় ১৯২৩ সালে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট পাস হয় এ আইনে গোপনীয় সংবাদ প্রকাশ না হওয়ার ব্যবস্থা রাখা হয় বাংলাদেশের অভ্যদুয়ের পর ১৯৭৩ সালে দি প্রিন্টিং প্রেস অ্যান্ড পাবলিকেশন্স ডিক্লেয়ারেশন অ্যান্ড রেজিস্ট্রেশন অ্যাক্ট পাস হয় 

    এই আইনবলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সংবাদ পত্র প্রকাশের অনুমতি দিতে পারেন ১৯৭৪ সালে নিউজ পেপার এমপয়ীজ কন্ডিশন অব সার্ভিস অ্যাক্ট পাস হয় এ আইনে  সাংবাদিক এবং সংবাদ পত্র কর্মীদের সুযোগ সুবিধার বিধান রাখা হয় এছাড়াও স্পেশাল পাওয়ার অ্যাক্ট ১৯৭৪ অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট

    ১৯২৩ সালে কপিরাইট অ্যাক্ট কনটেম্পট অফ কোর্ট অ্যাক্ট চিলড্রেন অ্যাক্ট ক্রিমিনাল প্রসিডিওর কোড প্রভৃতি আইন বাংলাদেশের সংবাদ পত্রকে কোনো না কোনো ভাবে নিয়ন্ত্রণ করে থাকে প্রেস কাউন্সিল আইন ১৯৭৪  ১৯৭৪ সালের ফেব্রুয়ারি মাসে এ আইন পাস হয়।

    এ আইন অনুযায়ী প্রেস কাউন্সিল গঠিত হয় ১৯৭৯ সালের ১৮ আগস্ট কাউন্সিলের সদস্য সংখ্যা পনের সুপ্রিম কোর্টের বিচারক পদে কর্মরত আছেন কিংবা যিনি সুপ্রিম কোর্টের বিচারক নিযুক্ত হবার যোগ্যতা রাখেন কেবল তিনিই প্রেস কাউন্সিলের চেয়ারম্যান হতে পারেন বাংলাদেশের রাষ্ট্রপতি তাকে মনোনয়ন দান করেন অপর ১৪ জনের মধ্যে তিনজন হবেন।

    কর্মরত সাংবাদিক তিনজন সংবাদ সংস্থার সম্পাদক তিনজন সংবাদপত্র ও সংবাদ সংস্থার মালিক বা ব্যবস্থাপক তিনজন হবেন সম্পাদক ও প্রকাশক মোঃ শিহাব অাহম্মেদ, বার্তা সম্পাদকঃ মাহবুবুর রিমন, অান্তর্জাতিক সম্পাদকঃ গাজী সাইদুর রহমান, দৈনিক অালোকিত ৭১ সংবাদ  সংবাদপত্র সম্পাদক ও প্রকাশ ধন্যবাদ আমার সকল সাংবাদিক ভাই ও বোনেরা মাহবুবুর রহমান রিমন

    কে দৈনিক অালোকিত ৭১ সংবাদ পত্রিকা টা শুরু থেকেই তাকে অাগে থেকে প্রত্রিকায় অাপনাকেও গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখা হয়েছে ভাইয়ের উপর পত্রিকা পরিচালোনার দায়িত্ব দেয়া হলো।

    আদেশক্রর্মেঃ

    সম্পাদক ও প্রকাশক

    লেখকঃ শিহাব অাহম্মেদ

    ধন্যবাদ সবাই পরবেন আল্লাহ হাফেজ।

    এই নিউজটা কেউ যদি কপিরাইট করে দৈনিক অালোকিত ৭১ সংবাদ কৃর্তপক্ষ তার বিরুদ্ধে অাইনি ব্যবস্থা গ্রহন করবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ