• শিক্ষা

    শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির হিড়িক, অভিভাবক মহল হতাশ

      প্রতিনিধি ২৬ আগস্ট ২০২২ , ৫:৩২:০৫ প্রিন্ট সংস্করণ

    দেশে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির হিড়িক পড়েছে। এতে শিক্ষার্থীদের লেখাপড়া নিয়ে অভিভাবক মহলে অত্যন্ত হতাশা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগে শিক্ষা প্রতিষ্ঠান সপ্তাহে একদিন ছুটি থাকলেও সরকারের নতুন ঘোষণা অনুযায়ী সরকারি অফিস আদালতের ন্যায় শিক্ষা প্রতিষ্ঠানও শুক্র ও শনিবার বন্ধ থাকবে। আর এই হিসাব অনুযায়ী দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বছরে শুধু সাপ্তাহিক ছুটিই থাকবে ১০৪ দিন। সেই সঙ্গে এর সাথে যোগ হবে বাৎসরিক সাধারণ ছুটি ৮৫ দিন। অর্থাৎ বছরে সাধারণ ছুটি এবং সাপ্তাহিক ছুটি মিলে শিক্ষা প্রতিষ্ঠান মোট বন্ধ থাকবে ১৮৯ দিন।

    এছাড়া জেএসসি এবং এসএসসি পরীক্ষার কারণে কেন্দ্র স্কুল গুলো আরো প্রায় ৩০ দিন বন্ধ থাকবে। সব মিলিয়ে বছরে ৩৬৫ দিনের মধ্যে ২১৯ দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে আর ক্লাস হবে মাত্র ১৪৬ দিন। আবার এই ১৪৬দিনের মধ্যে শিক্ষার্থীদের অসুস্থতা এবং বিভিন্ন বাহানাজনিত ছুটিতো আছেই। ফলে অভিভাবকেরা শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘ ছুটির এই হিসাব গুণতে গিয়ে সন্তাদের লেখাপড়া এবং ভবিষ্যৎ জীবন নিয়ে হতাশ হয়ে পড়েছেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ