• আইন ও আদালত

    লক্ষ্মীপুরে ডিসির বাসভবনের সামনে ৩টি ককটেল বিস্ফোরণ

      প্রতিনিধি ৬ জানুয়ারি ২০২৪ , ৯:১০:৩৯ প্রিন্ট সংস্করণ

    এইচ.এম.আল-আমিন-স্টাফ রিপোর্টার:

    লক্ষ্মীপুর জেলা শহরে ডিসির বাসভবন এলাকায় পরপর ৩টি ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়িয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার থেকে ৬টা ৫০ মিনিট পর্যন্ত পরপর ৩টি ককটেল ফাটানো হয়। নামপ্রকাশে অনিচ্ছুক দক্ষিণ তেমুহনী দু’জন ব্যবসায়ী জানান, একটি মোটরসাইকেলযোগে ২ যুবক এসে হঠাৎ ডিসির বাংলো ও নিউ মডেল হাসপাতাল সংলগ্ন এলাকায় পরপর ৩টি ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়িয়ে ঘটনাস্থল থেকে তারা সটকে পড়ে।

    ডিসির বাসভবনের সামনে কাকলী শিশু অঙ্গন স্কুল। সেই স্কুলে পৌরসভার (১২ নম্বর ওয়ার্ড) ১ নম্বর ভোটকেন্দ্র। রাত-পোহালেই জাতীয় সংসদ নির্বাচন। ধারণা করা হচ্ছে হয়তো ভোটারদের মাঝে আতঙ্ক ছড়াতে ককটেলগুলো ফাটানো হচ্ছে।

    এদিকে রামগতি উপজেলার বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) জহিরুল আলম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করছি, কাউকে পাইনি। নিরাপত্তার জন্য সকল ভোটকেন্দ্র এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন রয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ