• Uncategorized

    মৌলভীবাজার জেলা শহরে সরকারি চাউল বিক্রির স্তানে মানা হচ্ছে না করোনার নিয়ম।

      প্রতিনিধি ১০ এপ্রিল ২০২১ , ৬:৪২:৫২ প্রিন্ট সংস্করণ

    দেলোয়ার হোসেন তরফদার-সিলেট বিভাগ ব্যুরো প্রধান:

    মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন স্তানে সরকারি চাউল বিক্রেতা এজেন্ট কাছে অল্প মূল্যে চাউল আনতে যাওয়া পুরুষ বা মহিলা কেহ এই করোনা বাইরাস মহামারি সরকারের নীতিমালা মানছেন না বা চাউল বিক্রেতা এজেন্ট গুলো এর গুরুত্ব দিচ্ছেন না,আরও দেখা যায় মৌলভীবাজার জেলার শুধু পৌরসভা এলাকায় প্রশাসনের নজরদারি বেশি থাকায় পৌর শহরের দোকান পাঠ গুলো নিয়মতান্তিক ভাবে চলছে,এবং শহরের বাহিরে বিভিন্ন উপজেলার বাজার গুলো নিয়মিত চলছে সেই সব বাজারে সাধারণ মানুষের সাথে কথা বল্লে তারা এই করোনা বাইরাস ভুয়া বলে এই মহামারি মানতে রাজি নায়,বিভিন্ন ছোট ছোট বাজারে এখন রাত ১১/১২ পযন্ত চোখে পড়ার মত বা আড্ডা দেখা যায়,অনেকেই বলে সরকার আবার যারা সরকারি চাকুরী করছে তারা ঘরে বসে বেতন পাবে তাদের কিছু অভাব হবে না,আবার যারা চেয়ারম্যান আছে সরকার থেকে কোন সাহায্য আসলে তারা লুটেপুটে খাবে তবে আমরা কি করে খাবো,সরকার লকডাউন দিছে ভালো তবে সামনে ইউনিয়ন নিবাচন সব সরকারি চারিদের বেতন বন্দ করে স্কুল শিক্ষক দের লিষ্ট করে চেয়ারম্যান মাধ্যমে আমাদের খাওয়ার ব্যবস্থা করতে আমরা ঘরে বসে খাবো।এই হলো সাধারণ মানুষের কথা তবে সরকার কি পারবে সরকারি আমলাদের বেতন করে সাধারন মানুষের দ্বাবি পুরন করতে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ