• Uncategorized

    বাংলার চোখ চেয়ারম্যান তানবীর-তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা বাড়াতে হবে

      প্রতিনিধি ১৬ জানুয়ারি ২০২১ , ৩:১৫:০৪ প্রিন্ট সংস্করণ

    বাংলার চোখ চেয়ারম্যান তানবীর-তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা বাড়াতে হবে

    মাদকের কালো থাবা থেকে তরুণ সমাজকে দূরে রাখতে খেলাধুলার আয়োজন বাড়ানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলার চোখ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তানবীর হোসেন আশরাফী।

    তিনি বলেন, আগের মতো এখন তরুণ সমাজ খেলাধুলায় বেশি মনোনিবেশ করছে না। মাদকের সহজ প্রাপ্তিতে উঠতি বয়সের তরুণ-তরুণী আর যুবাদের বিপদের মুখে ঠেলে দিচ্ছে।এ পরিস্থিতিতে তরুণ সমাজে খেলাধুলায় ফেরাতে হবে। এজন্য খেলাধুলার আয়োজন বাড়াতে হবে। যত বেশি খেলাধুলার আয়োজন হবে, তরুণরা ততবেশি খেলাধুলার সময় পাবে।

    গতকাল রাতে নগরীর দক্ষিণ কামদেবপুরে শর্টপিচ নাইট ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও ক্রীড়া সংগঠন বাংলার চোখ এর চেয়ারম্যান তানবীর বলেন, আজকের শিশু-কিশোর, তরুণরাই আগামীর বাংলাদেশ। তাদের সুন্দর ভবিষ্যত মানে উন্নত বাংলাদেশ। তাই তরুণ সমাজকে এগিয়ে নিতে সবাইকে পৃষ্টপোষক হিসেবে এগিয়ে আসতে হবে। তাদেরকে খেলাধুলা, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে হবে।

    দক্ষিণ কামদেবপুর যুব সমাজ আয়োজিত তৃতীয় বারের এই শর্টপিচ নাইট ক্রিকেট টুনামেন্টে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-মহিলা কাউন্সিলর জামিলা বেগম, সমাজসেবী সাইফুল ইসলাম, গোলজার হোসেন, মাইদুল ইসলাম সুজন, আলম মিজা, জাহাঙ্গীর হোসেন, ব্যবসায়ী সাদিকুল ইসলাম, নারী উদ্যোক্তা শিউলি বেগম, ১০নং ওয়ার্ড যুবলীগ সভাপতি একেএম আমির হোসেন আমু প্রমুখ। ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ